বাংলাদেশের সুন্দরী অভিনেত্রী নুসরাত ফারিয়ার নতুন ছবি মানেই ভক্তদের মধ্যে সাড়া পড়ে যাওয়া। ইনস্টাগ্রামে সম্প্রতি তিনি তাঁর যুক্তরাজ্য ভ্রমণের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। শীতের হাওয়া চলছে সেখানে। তাই অভিনেত্রীও বেছে নিয়েছেন নানা স্টাইলের শীতপোশাক। একেক লুকে তিনি ধরা দিয়েছেন একেক রূপে। চলুন ছবির গল্পে নুসরাতের লন্ডন ডায়েরি থেকে ঘুরে আসা যাক।
এই লুকে লেয়ারিং স্টাইল বেছে নিয়েছেন অভিনেত্রী। শীতের হাওয়া ভালোই লেগেছে বলা যায়। সাদা হাইনেক টপের ওপর পরেছেন কালো ওয়েস্ট কোট। বটমে টাক ইন করেছেন ফরমাল প্যান্ট। এরপর লেয়ারিং-এ যোগ হয়েছে লং উলেন কোট। মিনিমাল জুয়েলারি পরেছেন সঙ্গে।
লন্ডনের একটি অনুষ্ঠানে জমকালো আমেজে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। আবেদন ছড়ানো ডিপনেক গাউনের ওপর কালো পশমের শাল জড়িয়ে নিয়েছেন। ডায়মন্ডের জুয়েলারি, ন্যুড পিংক মেকআপ আর ছেড়ে রাখা সেমি কারল হেয়ারস্টাইলে নজর কাড়ছেন নায়িকা।
লাল টারটেল নেক সোয়েটার ড্রেসের ওপর লেয়ার করেছেন সাদা লং কোট। পায়ে ম্যাচিং হিল শোভা পাচ্ছে। সঙ্গে অনুষঙ্গ হিসেবে নিয়েছেন মিনি ব্যাগ।
কালো সানগ্লাস পরা বস লেডি আমেজে দেখা যাচ্ছে নুসরাত ফারিয়াকে। সাদা লংস্লিভ টপ টাক ইন করেছেন সাদা বটমের সঙ্গে। এরপর পরেছেন খুব সুন্দর একটা ওভার কোট। সঙ্গে নিয়েছেন লুঁই ভিতোর ভ্যানিটি ব্যাগ। আর পায়ে শোভা পাচ্ছে সাদা রানিং শু।
ফুলস্লিভ সাদা গাউনে স্টাইলিশ নুসরাত
অল ব্ল্যাক লুকে উঁকি দিচ্ছে বুক খোলা সাদা শার্ট। শার্টের ওপর কালো ওয়েস্ট কোট পরেছেন অভিনেত্রী। লেয়ার করেছেন কালো ওভারকোটের সঙ্গে। বটমেও পরেছেন কালো প্যান্ট।
ছবি: নুসরাত ফারিয়ার ইনস্টাগ্রাম