কারিশমা কাপুর, কারিনা কাপুর আর সোনম কাপুরের পর এখন এ প্রজন্মের বলিউড তারকাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে আছেন আরও তিন কাপুর কন্যা। কালজয়ী অকালপ্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও পরিচালক বনি কাপুরের দুই কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুর আর সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুরের অপূর্ব সৌন্দর্যে রীতিমতো মজে আছেন তাঁদের ভক্তরা। জাহ্নবী অভিনয়ে প্রতিভার স্বাক্ষর রাখলেও খুশি ও শানায়া সেভাবে বলিউডে নিজেদের জায়গা পাকাপোক্ত করার আগেই যেন সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে। আর এই তিন জেন–জি তারকাও সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত সক্রিয়। তাঁরা প্রায়ই তাঁদের মুভি, নানা সময়ের শুট আর বিভিন্ন অনুষ্ঠানের সাজপোশাকের ছবি শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। এবার জাহ্নবী কাপুর, খুশি কাপুর আর শানায়া কাপুরের সাম্প্রতিক কিছু হৃৎস্পন্দন বাড়িয়ে দেওয়া মিনি ড্রেসের লুক দেখে নেওয়া যাক, যাকে ফ্যাশনের পরিভাষায় ‘বেবি-ডল’ লুক বলা হয়।
জাহ্নবী কাপুরের সাদা লেসের মিনি ড্রেসে থাই স্লিট। ওপরে ম্যাচিং ব্লেজার
খুশি কাপুরের ভিনটেজ মিনিড্রেসের নেকলাইন অড্রে হেপবার্নের কথা মনে করিয়ে দিচ্ছে
শানায়া কাপুর পরেছেন লেসের অফ দ্য শোল্ডার মিনি ড্রেস
জাহ্নবীর ডিসকো থিমের গোলাপি সিকুইনের মিনি ড্রেস
খুশি পরেছেন হলটারনেক কালো মিনি ড্রেস
শানায়ার কালো মিনিড্রেসে অক্ট্রাস্ট সাদা কলার রয়েছে হলটারনেকের সঙ্গে
ম্যাচিং ব্লেজার দিয়ে সাদা মিনি ড্রেস পরেছেন জাহ্নবী
খুশির অফ দ্য শোল্ডার নীল ড্রেসে পাফড স্লিভ।
শানায়া পরেছেন ডিসকো থিমের রূপালি সিকুইনের ড্রেস
জাহ্নবীর ড্রেসে অফ দ্য শোল্ডার ডিজাইন। কমলা ড্রেসের পুরোটা জুড়ে স্মকিং করা।
খুশির হালকা হলুদ ড্রেসে একই রঙের এমবিলিশমেন্ট
সাদা শার্ট ড্রেসে কারুকাজ করা শানায়ার পরনে
ছবি: জাহ্নবী, খুশি ও শানায়া কাপুরের ইন্সটাগ্রাম