সর্বশেষ
আওয়ামী লীগ এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: মান্নান 
ইটকাটার মেশিন থেকে শ্রমিকের দেহের অংশ উদ্ধার করল ফায়ার সার্ভিস
জাবিতে বাড়ানো হলো বিভাগভিত্তিক আসন সংখ্যা
চুয়াডাঙ্গায় মাদক সেবন নিয়ে সংঘর্ষে আহত ৪, আটক ২
অনলাইন হাঁকডাকেই সীমাবদ্ধ লকডাউন, বাস্তব চিত্র স্বাভাবিক 
কিশোরীর আত্মহত্যাচেষ্টা, প্রেমিকের দোকানে ভাঙচুর স্বজনদের
পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে ঢুকে কক্ষ ভাঙচুর, ভিডিও ভাইরাল
আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ
কেন্দ্রীয় ঈদগাহের পাশে ড্রাম ভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার
‘ঢাকা লকডাউন’ ঘিরে সতর্ক নগরবাসী
জরুরি বৈঠক ডাকল এনসিপিও
প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন
চুয়াডাঙ্গার সাবেক মেয়র ঢাকায় আটক
ধামরাই যুবদলের মোটরসাইকেল শোডাউন 
দেশের অর্থনীতির চালিকাশক্তি কৃষি খাত: কৃষি সচিব

যুদ্ধের বিরুদ্ধে আবারও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক

যুদ্ধের বিরুদ্ধে আবারও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মোদি বললেন, ‘‘এখন যুদ্ধের সময় নয়৷’’ বুধবার তিনি এই কথা বলেছেন অস্ট্রিয়া থেকে৷ এ দিন তিনি ওই দেশের চ্যান্সেলর কার্ল নেহাম্মারের সঙ্গে বৈঠক করেন৷ সেই বৈঠকে ইউক্রেন সংকট থেকে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়৷ বৈঠকের পরই এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷

তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর মোদির প্রথম বিদেশ সফর ছিল ইতালিতে৷ সেখানে তিনি জি7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন৷ তার পর সোমবার আবার তিনি নয়াদিল্লি থেকে বিদেশ সফরে বের হন৷ তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর সেটাই তাঁর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর ছিল৷ প্রথমে তিনি যান রাশিয়ায়৷ মস্কোতে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে৷ সেখানেও তিনি যুদ্ধের বিরুদ্ধে বার্তা দিয়েছিলেন৷

রাশিয়া থেকে মঙ্গলবার অস্ট্রিয়ার উদ্দেশে রওনা দেন মোদি ৷ 41 বছর পর প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ভিয়েনাতে পা রাখলেন ৷ সেখানে গিয়েও আরও একবার যুদ্ধ-বিরোধী কথা শোনা গেল প্রধানমন্ত্রী মোদির মুখে ৷ পাশাপাশি তিনি ভিয়েনা ও নয়াদিল্লির মধ্যে এবারের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও জানিয়েছেন ৷

প্রধানমন্ত্রী মোদি ও অস্ট্রিয়ার চ্যান্সেলার কার্ল নেহাম্মার বৈঠকের যৌথ বিবৃতি দেন ৷ সেখানে মোদি বলেন, “আজ, চ্যান্সেলর নেহাম্মার এবং আমি একটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেছি । আমরা আমাদের পারস্পরিক সহযোগিতাকে আরও জোরদার করার জন্য নতুন সম্ভাবনার ক্ষেত্রগুলি চিহ্নিত করেছি । আমরা আমাদের সম্পর্ককে একটি কৌশলগত দিকনির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি । আগামী দশকের জন্য সহযোগিতার একটি নীলনকশা প্রস্তুত করা হয়েছে ৷”

প্রধানমন্ত্রী আরও বলেন, “চ্যান্সেলর নেহাম্মার এবং আমি সারা বিশ্বে চলমান লড়াই নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেছি, সেটা ইউক্রেনের সংঘাত হোক বা পশ্চিম এশিয়ার পরিস্থিতি । আমি আগেই বলেছি যে এখন যুদ্ধের সময় নয় ।” মোদি জানান, যুদ্ধের মাধ্যমে কোনও সমস্যার সমাধান হয় না ৷ ভারত ও অস্ট্রিয়া আলোচনা ও গণতন্ত্রে বিশ্বাস করে ৷ দুই দেশই এই পরিস্থিতিতে যেকোনও ধরনের সাহায্য করতে প্রস্তুত ৷

মোদি আরও জানান যে ভারত ও অস্ট্রিয়া সন্ত্রাসবাদের নিন্দা করে ৷ তারা সহমত যে এই বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ৷ তাছাড়া রাষ্ট্রসংঘ ও অন্য আন্তর্জাতিক সংস্থাগুলিতেও বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য় রেখে সংস্কার করা উচিত ৷ সেই বিষয়ে একমত ভারত ও অস্ট্রিয়া ৷ যেহেতু 41 বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী অস্ট্রিয়া গেলেন, তাই এই সফরকে ‘স্পেশাল’ বলে উল্লেখ করেছেন মোদি ৷

অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার জন্য ভারতের তরফে যে প্রচেষ্টা করা হয়েছে, তার প্রশংসা করেন অস্ট্রিয়ার চ্য়ান্সেলর কার্ল নেহাম্মার ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন যে নিরপেক্ষ দেশ হিসেবে অস্ট্রিয়ায় গিয়ে রাশিয়া ও ইউক্রেন একে অপরের সঙ্গে আলোচনায় বসতেই পারে ৷ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যৌথ বিবৃতি দেওয়ার সময়ই তিনি এই কথা বলেন ৷

অস্ট্রিয়ার চ্যান্সেলর আরও জানান যে যেহেতু মোদি রাশিয়া থেকে সোজা অস্ট্রিয়ায় এসেছেন, তাই ইউক্রেন সংকট নিয়ে মোদির বিশ্লেষণ সরাসরি শোনা খুবই গুরুত্বপূর্ণ ছিল তাঁর কাছে৷ তাছাড়া ব্রিকস এর প্রতিষ্ঠাতা দেশ হিসেবে সুইস শান্তি শীর্ষ সম্মেলনে ভারতের যোগদানও তাৎপর্যপূর্ণ ছিল বলে নেহাম্মার জানান ৷

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ