সর্বশেষ
শেখ মুজিবের ছবি সরিয়ে ৮ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি ছাত্রদলের
বিচার না হলে জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না : জামায়াতের আমির
ইন্টারনেট ব্যবহারকারীরা সুখবর পেতে যাচ্ছেন!
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
ট্রাম্প-মোদি-শি এসে কিছু করে দিয়ে যাবে না : মির্জা ফখরুল
একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা বিকেলে
এআই সাংবাদিকতার স্থান নিতে পারবে না: ইতালীয় সংবাদপত্রের সম্পাদক
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হলেন মুহাম্মদ আবু আবিদ
চা-বাগান জ্বলছে খরায় 
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী
আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ
আরএসএস প্রচারকরা বিয়ে করেন না, সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও
হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

প্রাক্তন অগ্নিবীরদের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত সিআইএসএফ-বিএসএফ-সিআরপিএফের

অনলাইন ডেস্ক

অগ্নিবীরদের জন্য সংরক্ষণ থাকবে সিআইএসএফ থেকে শুরু করে বিএসএফে। এই দুই বাহিনীর প্রধান বৃহস্পতিবার জানান প্রাক্তন অগ্নিবীরদের জন্য কনস্টেবল পদে 10 শতাংশ সংরক্ষণ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে সিআইএসএফ এবং বিএসএফ।

সেনা-নৌসেনা এবং বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগ ঘিরে রাজনৈতিক মহলে তুমুল জল্পনার সৃষ্টি হয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস থেকে শুরু করে বিরোধী দলগুলি । অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনে বিরোধী দলনেতা রাহুল গান্ধিও অগ্নিবীর প্রসঙ্গে সরব হয়েছিলেন । এমনই আবহে সিআইএসএফের ডিজি নিনা সিং এবং বিএসএফের ডিজি নীতিন আগরওয়াল তাঁদের বাহিনীতে সংরক্ষণের ঘোষণা করলেন ৷ একই কথা জানালেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ডিরেক্টর জেনারেল অনীশ দয়াল ৷

তিনি বলেন, “সিআরপিএফ-এ প্রাক্তন অগ্নিবীরদের নেওয়ার জন্য সবরকম প্রস্তুতি আমরা করে ফেলেছি ৷ এর জন্য নিয়োগের নিয়মগুলিও সংশোধন করা হয়েছে ৷ অগ্নিবীরের প্রথম ব্যাচকে পাঁচ বছরের ছাড় দেওয়া হবে ৷ তাঁদের জন্য 10 শতাংশ সংরক্ষণ থাকছে ৷ তাঁদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি পরীক্ষা দিতে হবে না ৷”

সিআইএসএফের ডিজি বলেন, “অগ্নিবীরদের কথা ভেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বড় সিদ্ধান্ত নিয়েছে ৷ তার সঙ্গে মিল রেখে আমরাও সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছি ৷” পাশাপাশি অগ্নিবীরদের বয়সে ছাড় দেওয়ার কথাও জানান সিআইএসএফের ডিজি। তিনি জানান, প্রথম বছর অগ্নিবীররা বয়সের দিক থেকে পাঁচ বছর ছাড় পাবেন। পরের বছর থেকে এই ছাড়ের মেয়াদ কমে তিন বছর হবে। তাঁর আরও দাবি, নতুন এই ব্যবস্থার ফলে প্রাক্তন অগ্নিবীরদের সুবিধে হবে ৷ তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে ৷

পাশাপাশি সিআইএসএফও অনেক বেশি শৃঙ্খলাপরায়ণ বাহিনী হয়ে উঠতে পারবে । তাছাড়া অগ্নিবীররা যে প্রশিক্ষণ নিয়ে আসবেন, সেটাও সিআইএসএফের কাজে লাগবে বলে তিনি মনে করেন ৷ বছর দুয়েক আগে অগ্নিবীর প্রকল্পের ঘোষণা করে মোদি সরকার। তাতে তিন বাহিনীতে তিন বছরের জন্য নিয়োগের প্রস্তাব দেওয়া হয় ৷ বলা হয় সাড়ে 17 বছর বয়স থেকে 21 বছর পর্যন্ত অগ্নিবীর হওয়া যাবে ৷ তার জন্য প্রশিক্ষণও দেওয়া হবে ৷ পাশাপাশি অগ্নিবীরদের মধ্যে 25 শতাংশকে 15 বছর দেশের যে কোনও একটি সেনাবাহিনীতে রেখে দেওয়ার কথাও জানানো হয় ৷

বিরোধীরা প্রথম থেকেই এতে আপত্তি জানিয়ে এসেছে ৷ সম্প্রতি লোকসভা অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতায় বিজেপি সরকারের অগ্নিবীর প্রকল্পের কড়া সমোলাচনা করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং ‘ইন্ডিয়া’ শিবির ৷ এরপরই বিভিন্ন জায়গায় প্রাক্তন অগ্নিবীরদের জন্য সংরক্ষণের ব্যবস্থার কথা ঘোষণা করা হল ৷ সেই পথে হাঁটল সিআইএসএফ এবং বিএসএফ ৷ বিএসএফের ডিজিও মনে করেন, প্রাক্তন অগ্নিবীররা যোগ দিলে তাঁদের বাহিনীর শক্তি বাড়বে ৷ পাশাপাশি এখানেও সিআইএসএফের মতো বয়সে ছাড়ের সুবিধা থাকছে বলে জানা গিয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ