সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত ‘৩১-দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনার করছে বিএনপি। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে এ সেমিনার শুরু হয়। এ খবর লেখা পর্যন্ত সেমিনার চলছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খানসহ সিনিয়র নেতারা।
স্বাগত বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংস্কারের অনেক মিল রয়েছে। দেশকে পুনর্গঠন করতে বিএনপি ঘোষিত ৩১ দফার সঙ্গে সমন্বয় করে রাষ্ট্র সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক দলের প্রতিনিধি, সিনিয়র সাংবাদিকসহ বিশিষ্টজনরা উপস্থিত রয়েছেন।