জনকল্যাণমূলক কাজে সরকারি কর্মকর্তাদের আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দেওয়া যাবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের তিন মাস পূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
ক্রীড়া উপদেষ্টা বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোসরদের বের করে দক্ষ লোকদের নিয়োগ দেওয়ার কাজ করা হচ্ছে। তথ্য দিয়ে সরকারকে সাহায়তা করতে হবে।’
এ ছাড়াও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে।’
প্রতিটি রাজনৈতিক দলকে চব্বিশের গণঅভ্যুথানকে ধারণ করার আহ্বান জানান তিনি।