সর্বশেষ
পলাশবাড়ীতে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা
আওয়ামী লীগ এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: মান্নান 
ইটকাটার মেশিন থেকে শ্রমিকের দেহের অংশ উদ্ধার করল ফায়ার সার্ভিস
জাবিতে বাড়ানো হলো বিভাগভিত্তিক আসন সংখ্যা
চুয়াডাঙ্গায় মাদক সেবন নিয়ে সংঘর্ষে আহত ৪, আটক ২
অনলাইন হাঁকডাকেই সীমাবদ্ধ লকডাউন, বাস্তব চিত্র স্বাভাবিক 
কিশোরীর আত্মহত্যাচেষ্টা, প্রেমিকের দোকানে ভাঙচুর স্বজনদের
পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে ঢুকে কক্ষ ভাঙচুর, ভিডিও ভাইরাল
আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ
কেন্দ্রীয় ঈদগাহের পাশে ড্রাম ভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার
‘ঢাকা লকডাউন’ ঘিরে সতর্ক নগরবাসী
জরুরি বৈঠক ডাকল এনসিপিও
প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন
চুয়াডাঙ্গার সাবেক মেয়র ঢাকায় আটক
ধামরাই যুবদলের মোটরসাইকেল শোডাউন 

দেশের প্রথম মহিলা হিসেবে উইম্বলডন ফাইনালে ইতালির পাওলিনি

অনলাইন ডেস্ক

উইম্বলডনের ফাইনালে পৌঁছে ইতিহাসে জায়গা করে নিলেন ইতালির 28 বছরের জ্যাসমিন পাওলিনি ৷ টেনিস সার্কিটে খুব একটা পরিচিত নন ৷ তবে, গত মাসে ফরাসি ওপেনের ফাইনালে রানার্স আপ হয়ে এসেছিলেন প্রচারের আলোয় ৷ একমাস পর জায়গা করে নিলেন উইম্বলডন ফাইনালে ৷ প্রথম ইতালীয় হিসেবে উইম্বলডন ফাইনালে পৌঁছে শিরোনামে পাওলিনি ৷ বৃহস্পতিবার রাতে উইম্বলডন সেন্টার কোর্টে মেয়েদের দ্বিতীয় সেমিফাইনালে ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচকে 6-2, 4-6, 6-7 (8-10) সেটে হারালেন তিনি ৷

প্রথমবার উইম্বলডনে মেয়েদের ফাইনালে ইতালির কোনও টেনিস খেলোয়াড় খেলবেন ৷ উল্লেখ্য, ক্রোট প্রতিপক্ষের বিরুদ্ধে শুরুটা একেবারেই ভালো করেননি পাওলিনি ৷ প্রথম সেটেই 6-2 গেমে হেরেছিলেন ৷ সেখান থেকে কঠিন লড়াইয়ে দ্বিতীয় সেট 4-6 গেমে জিতে কামব্যাক করেন ইতালিয় টেনিস খেলোয়াড় ৷ আর তৃতীয় সেটের গেম আরও হাড্ডাহাড্ডি হয় ৷ 6-7 গেমে ড্র করার পর, তৃতীয় সেট টাইব্রেকারে যায় ৷ সেখানেও দুরন্ত লড়াই হয় জ্যাসমিন পাওলিনি এবং ডোনা ভেকিচের মধ্যে ৷ ট্রাইব্রেকারে 8-10 পয়েন্টে জিতে ম্যাচ ও উইম্বলডন ফাইনাল চূড়ান্ত করেন পাওলিনি ৷

প্রথম ইতালির মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে একই বছরে ফরাসি ও উইম্বলডনের ফাইনাল খেলবেন জ্যাসমিন পাওলিনি ৷ এর আগে মার্কিন মহাতারকা সেরেনা উইলিয়ামস 2016 সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন ৷ এই সাফল্য নিয়ে পাওলিনি বলেন, “গত কয়েকমাস আমার জন্য অসাধারণ যাচ্ছে ৷ আমি শুধুমাত্র সেদিকেই মনোযোগ দিচ্ছি, যা করলে কোর্টে আমার সুবিধা হবে ৷ ভেকিচের সঙ্গে এই ম্যাচটা বেশ টানটান উত্তেজনার ছিল ৷ এবার আমার লক্ষ্য সেমিফাইনালের দখল কাটিয়ে ফাইনালে মনোসংযোগ করা ৷”

উইম্বলডন ফাইনালে পাওলিনির প্রতিপক্ষ চেক রিপাবলিকের বারবোরা কেরজিককোভা ৷ যিনি টুর্নামেন্টের চতুর্থ বাছাই এলিনা রেবাকিনাকে 3-6, 6-3, 6-4 সেটে হারিয়েছেন ৷ বারবোরা কেরজিককোভা বিশ্ব ব়্যাংকিংয়ে 31 নম্বরে রয়েছে ৷ তবে, সাম্প্রতিক ফর্ম এবং বিশ্ব ব়্যাংকিংকে ধরলে জ্যাসমিন পাওলিনি অনেকটাই এগিয়ে রয়েছেন ৷ বিশেষজ্ঞদের একাংশ খাতায়-কলমে পাওলিনিকে শনিবার রাতের উইম্বলডন চ্যাম্পিয়ন মনে করছে ৷ তবে, কোর্টের দিনের লড়াইয়ে যে সেরাটা দেবে, খেতাবও তাঁরই হবে ৷

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ