সর্বশেষ
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আইন উপদেষ্টা
১০ বছরের গবেষণায় ভাতেও পাওয়া গেছে আর্সেনিক, বিজ্ঞানীদের সতর্কবার্তা
ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপি
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

জার্মানির ইতিহাস গড়া জয়, বিধ্বস্ত বসনিয়া

স্পোর্টস ডেস্ক

ইউরোপা-পার্ক স্টেডিয়ামে নিজেদের মাঠে নির্ভার জার্মানি দেখাল তাদের ভয়ঙ্কর রূপ। উয়েফা নেশনস লিগে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বড় জয় তুলে নিল তারা।

জোড়া গোল করেন টিম ক্লাইনডিন্সট ও ফ্লোরিয়ান ভাইর্টজ। এছাড়া গোলের খাতা খুলেছেন জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ এবং লেরয় সানে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের সূচনা করেন জামাল মুসিয়ালা। অধিনায়ক ইয়োশুয়া কিমিখের ক্রসে হেড দিয়ে বল জালে পাঠান এই মিডফিল্ডার। প্রথমার্ধেই তিন গোলের লিড নেয় জার্মানি। মুসিয়ালার পর গোল করেন টিম ক্লাইনডিন্সট ও কাই হাভার্টজ।

বিরতির পরও গতি কমেনি। ৫০ মিনিটে ফ্রি-কিক থেকে চতুর্থ গোলটি করেন ফ্লোরিয়ান ভাইর্টজ। এর সাত মিনিট পর আরও একবার স্কোরশিটে নাম লেখান তিনি। ৬৬ মিনিটে লেরয় সানে স্কোরলাইন করেন ৬-০। ৭৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন টিম ক্লাইনডিন্সট।

ম্যাচ শেষে জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমান সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ম্যাচে আমাদের কেউ চোটে পড়েনি, যা বেশ স্বস্তিদায়ক। আমাদের প্রতি আক্রমণ ছিল অসাধারণ। রক্ষণাত্মক দলগুলোর বিপক্ষে সাত গোল একটি বড় অর্জন।

এই জয়ের পর এ৩ গ্রুপে এক ম্যাচ বাকি থাকতেই শীর্ষস্থান নিশ্চিত করেছে জার্মানি। ১৩ পয়েন্ট নিয়ে তারা চূড়ায় আছে। দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডস তাদের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে।

এই বড় জয়ের মাধ্যমে উয়েফা নেশনস লিগের ইতিহাসে নিজেদের নাম লিপিবদ্ধ করল জার্মানি। কোয়ার্টার ফাইনালের টিকিট আগেই নিশ্চিত করা দলটি এমন এক রেকর্ড গড়ে প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ