অপরিকল্পিত নগরায়ণে পুরো ঢাকা থেকে হারিয়ে যাচ্ছে সবুজ টিয়া। খাদ্যাভাব, আবাসস্থলের সংকট, চোরা শিকার, দূষিত পরিবেশ সব মিলিয়ে এই শহর এখন টিয়া পাখিদের বসবাসের অযোগ্য। পাখির ছবি তোলার নেশায় ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে ঘুরতে দেখা মিলল সবুজ টিয়া ও তার পরিবারের। পাখিটি দেখতে যেমন সুন্দর, তেমনি তার ডাক। ক্যামেরাবন্দী করলাম কিছু সুন্দর মুহূর্তের। প্রায় সবার কাছে অতি প্রিয় সুন্দরতম পাখি হলো টিয়া–জাতীয় পাখি।
সবুজ টিয়া কলাপাতা-সবুজ রঙের সুদর্শন পাখি। দেহের দৈর্ঘ্য ৪২ সেন্টিমিটার, ওজন ১৩০ গ্রাম
সামান্য কিছু পালক ছাড়া পুরো দেহ সবুজ। ঠোঁট লাল, নিচের দিকে বড়শির মতো বাঁকানো। চোখ হলদে-সাদা। ছেলেপাখি ও মেয়েপাখির গলায় ভিন্ন রঙের দাগ আছে
ছেলেপাখির থুতনিতে কালো রেখা, গলা ও ঘাড়ের পেছনে গোলাপি পাটল বর্ণ। মেয়েপাখির ঘাড় পান্না সবুজে ঘেরা
টিয়া পাখির খাদ্যতালিকায় আছে পত্রগুচ্ছ, ফুল, ফল, লতাপাতা, বীজ ও ফলের মিষ্টি রস। ধানখেতের পাকা ধানও সবুজ টিয়ারা খায়
সবুজ টিয়া সচরাচর ছোট দলে থাকে, তবে জোড়ায়ও দেখা যায়
অনেক টিয়া একসঙ্গে মিলে রাত কাটায়। সচরাচর একইভাবে উচ্চ স্বরে ডাকতে থাকে