সর্বশেষ
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আইন উপদেষ্টা
১০ বছরের গবেষণায় ভাতেও পাওয়া গেছে আর্সেনিক, বিজ্ঞানীদের সতর্কবার্তা
ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপি
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

উরুগুয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হল ব্রাজিলকে

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে উরুগুয়ের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। এর আগে ভেনেজুয়েলের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছিল ব্রাজিল।

আজকের ম্যাচটিতে শুরুতে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র করে ব্রাজিল। গেরসনের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দরিভাল জুনিয়রের দল।

এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় মাঠে মুখোমুখি হয় ব্রাজিল ও উরুগুয়ে।

স্বাগতিক ব্রাজিলের জন্য ম্যাচটি ছিল প্রতিশোধের থাকলেও সেই প্রতিশোধ যেন আর নেওয়া হলো না এবার। গেল কোপা আমেরিকায় টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারায় উরুগুয়ে। তবে ড্র করেও যেন একপ্রকার নিজেদের সম্মান রক্ষা করল সেলেসাওরা।

অন্যদিকে উরুগুয়ে খেলায় ব্যস্ত সময় পার করেছে রক্ষণভাগে। দুই দলের কাউকেই সেভাবে ফিনিশিংয়ে দেখা যায়নি। একের পর এক পাস মিসে খেলায় কিছুটা ছন্দপতন ঘটে। তবে ব্রাজিলকে শেষদিকে এসে বেশ আক্রমণাত্মক হতে দেখা গেছে। ফিনিশিং ব্যর্থতায় রাফিনিয়া, ইগর হেসুস, ভিনিসিয়ুসরা মিস করেছেন একের পর এক সুযোগ।

ব্রাজিল দলের খারাপ সময় যাচ্ছে বহুদিন ধরে। ভাবা হচ্ছিল দরিভাল জুনিয়র হয়ত ত্রাতা হয়ে ব্রাজিলের হারানো গৌরব ফিরিয়ে আনবেন। সে অনুযায়ী পুরো দলের কাঠামো পাল্টে নতুন রূপ দেন দলকে। তবুও আশার আলো দেখা যাচ্ছে না দলে।

অবশ্য খেলার ধরণ বদলেছে খেলোয়াড়দের। আক্রমণাত্মক খেলায় মনোযোগী হয়েছেন ভিনিসিয়ুসরা। উরুগুয়ের বিপক্ষে গোল হজমের পর দমে যায়নি তারা। ৬১ মিনিটের মাথায় গোল পরিশোধ করেন গেরসন। এরপর থেকে ব্রাজিলের চিরায়ত আক্রমণাত্মক ফুটবল দেখা গেছে মাঠে। তবে ফরোয়ার্ড লাইনের দুর্বলতার কারণে শেষপর্যন্ত হতাশ হতে হয়েছে তাদের। জয়ের দেখা আর মেলেনি।

ঘরের মাঠে পয়েন্ট হারিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেল ব্রাজিল। ১২ ম্যাচে তৃতীয়বার ড্র করা ব্রাজিলের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। এদিকে আজ পেরুকে ১-০ গোলে হারানো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ