সর্বশেষ
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত
আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের
এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়: নাহিদ ইসলাম
দেরি করে পৌঁছানোয় স্বপ্নভঙ্গ ওদের
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি
বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়: দুদু
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা কমিটি গঠিত

গরম-গরম মোমো খেতে কোথায় যাবেন

অনলাইন ডেস্ক

সারা বছর বিভিন্ন ফুডকার্ট আর রেস্তোরাঁয় মোমো পাওয়া গেলেও এমন শীতের দিনেই এর কদর বেশি। হিমেল সন্ধ্যায় মোমো খেতে চাইলে যেতে পারেন এজায়গাগুলোতে।

মোমোকে অনেকে নেপালি খাবার মনে করলেও এটি আসলে তিব্বতি খাবার। সেখানে প্রথাগতভাবে চমরী গাইয়ের মাংসের কিমা দিয়ে প্রস্তুত করা হয় মোমো। ওই দিকে ওরিয়েন্টাল অঞ্চলের বিভিন্ন দেশে বিভিন্ন নামে এমন পুর ভরা ভাপানো ডাম্পলিং খাওয়ার চল আছে। এখন আমাদের দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে খাবারটি। সারা বছর বিভিন্ন ফুডকার্ট আর রেস্টুরেন্টে পাওয়া যায় মোমো। তবে এমন শীতের দিনেই এর কদর বেশি। শহরের সেরা কিছু মোমো প্লেসের সন্ধান রইল আজ।

ভোজনপ্রেমীদের কাছে মোহাম্মদপুরের ফুডকার্টগুলো বেশ জনপ্রিয় দীর্ঘদিন ধরে। সেখানে এফআই মোমোস পয়েন্ট ভোজনরসিকদের কাছে বেশ জনপ্রিয়। ১৫০ থেকে ৩০০ টাকা প্যাকেজে এখানে পাওয়া যাবে চিকেন স্টিমড মোমো, চিকেন ফ্রায়েড মোমো, চিকেন চিজ মোমো, নাগা মোমো, বারবিকিউ মোমো, স্পেশাল মোমো আর ২৫০ টাকায় আট পিস মোমো। প্রতিটি আইটেম থেকে দুই পিস করে নিয়ে আট পিসের প্যাকেজ নিতে পারেন আপনি। সঙ্গে তিন রকমের সস দেওয়া হয়—তেঁতুল, পুদিনা আর চিলি অয়েল। এগুলোর অবস্থান নুরজাহান রোডে। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এখানে মোমো পাবেন আপনি।

মিরপুরের লাভ রোড স্ট্রিট ফুডপ্রেমীদের জন্য প্রিয় এক নাম স্ট্রিট ক্যাফে। এখানে সুস্বাদু মোমো পাওয়া যায়। তাদের মেন্যুতে আছে স্টিমড মোমো, চিজ মোমো, গারলিক মোমো, মাশরুম মোমো জাপানি গিওজা মোমো, স্পেশাল মোমো আর গ্রেভি মোমো। ১২০-২০০ টাকায় পাবেন ৬ পিস থেকে ৯ পিসের প্যাকেজে। টমেটো, পুদিনা আর চিলি অয়েল সস দিয়ে পরিবেশন করা হয় বিকেল থেকে রাত পর্যন্ত।

মিরপুর–২–এর গিওজা মোমোপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উল্টো দিকের গলিতে এর অবস্থান। এখানে পাওয়া যায় চিকেন, বিফ, চিজ, নাগা, চিলি ফ্লেকস ও বিফ মাশরুম মোমো। দাম ১৫০ থেকে ২৫০ টাকার মধ্যে। পরিবেশন করা হয় ধনেপাতা ও সুইট চিলি সস দিয়ে। গিওজা চীনা শব্দ জাপানে জনপ্রিয়তা পায়। এখানে মোমোর লেয়ার পাতলা হয়ে থাকে। ভেতরে চিজ দেওয়ার কারণে খাওয়ার সময় মুখে গলে যায় এবং দারুণ স্বাদ পাওয়া যায়।

মিরপুর ১৪ নম্বর শহীদ পল্লী স্কুলের উল্টো দিকের গলিতে পাওয়া যায় তিন রঙের মোমো। দোকানটির নাম ওয়াসাবি। পাওয়া যায় ক্র্যাব, চিজ, চিকেন, নাগা, মাশরুম ও বারবিকিউ মোমো। ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে রয়েছে তাদের প্যাকেজগুলো। সবচেয়ে বেশি মজার চিজ মোমো।

উত্তরার গাউসুল আজম অ্যাভিনিউয়ের মোমো হাউসে পাওয়া যায় প্রায় ১৬ ধরনের মোমো। তার মধ্যে তান্দুরি, চিকেন, চিকেন কুরকুরে ও স্যুপ মোমোর স্পেশাল দাম। ১৬০ টাকা ২৮০ টাকার মধ্যে মোমো পাবেন রাত ১১টা পর্যন্ত।

ঢাকার পরীবাগেও গড়ে উঠেছে দারুণ এক ফুড স্ট্রিট। পিৎজা, গ্রিল, কাবাব, পিঠার পাশাপাশি দুটি ফুডকার্টের মোমো বেশ বিক্রি হচ্ছে। নাম দার্জিলিং মোমো আর মোমো স্টেশন। বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে এই কার্ট। ১০০ থেকে ১৫০ টাকার বিভিন্ন প্যাকেজে পাওয়া যায় মোমো। চিকেন, বারবিকিউ, ফ্রাই, চিজ, তান্দুরি, ককটেল মোমো পাওয়া যায় এখানে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ