সর্বশেষ
শেখ হাসিনা ও টিউলিপকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু: দুদক কমিশনার
কাতার আমিরের মায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাকায় বড় সমাবেশের ঘোষণা বিএনপির
বেনজীরের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করল ইন্টারপোল
‘বাংলাদেশ থেকে ৭২৫ সেনা সদস্য নেবে কাতার’
আগামী বিশ্বকাপেও রোনালদোকে চান ফিগো
সংসার ভাঙার গল্পে রাশেদ সীমান্ত-অহনা
জুনাইদ আহ্‌মেদ পলকের ‘হারানো সোয়েটার’ পাওয়া গেছে
সমকালের দেওয়া উপহার পেয়ে আনন্দে আত্মহারা মুশফিকের পরিবার
চাকরির প্রথম দিনেই কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল ইমনের
মব জাস্টিস আর অ্যালাউ নয়, অনেক হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফের ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দিলো বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখা
এক ব্যক্তিকে তিনবার প্রধানমন্ত্রী চায় বিএনপি
বিয়ে বা বাচ্চা নিলেই মিলবে অর্থসহ বিভিন্ন সুযোগ

পঞ্চগড়ে শুরু হয়েছে ন্যায্যমূল্যের বাজারে সবজি বিক্রি

অনলাইন ডেস্ক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পঞ্চগড়ে ন্যায্যমূল্যের বাজার চালু করেছে জেলা প্রশাসন। সবজি ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এবং ক্রেতাদের হাতে ন্যায্যমূল্যে সবজি তুলে দেওয়ার উদ্দেশ্যে এ কার্যক্রম। সরাসরি চাষিদের কাছ থেকে উৎপাদিত সবজিসহ নানান পণ্য কিনে এনে বিক্রি করা হচ্ছে এই বাজারে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে জেলা অডিটোরিয়াম চত্বরে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। বাজারে সকাল থেকেই উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ‘খেত থেকে আনা কৃষকের পণ্য, সুলভমূল্যে জনগণের জন্য’ এ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে ন্যায্যমূল্যের বাজার।

পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এই বাজার কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছে সম্মিলিত সেচ্ছাসেবী ফোরাম। ফোরামের অধিকাংশ সদস্যই শিক্ষার্থী।

গাইবান্ধায় সাঁওতাল হত্যার বিচারের দাবিতে মিছিল, ডিসি ও এসপিকে স্মারকলিপি

জেলা প্রশাসন জানিয়েছে, স্বেচ্ছাসেবীরা চাষিদের খেত থেকে সবজি কিনে এনে বাজারমূল্য থেকে কমমূল্যে বিক্রি করছে। বাজারে আলুর কেজি ৭৫ টাকা হলেও ন্যায্যমূল্যের বাজারে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একইভাবে প্রতি লাউ ২০ টাকা, শিম ৬০ টাকা, করলা ২০, মরিচ ৬৫, বাঁধা কপি ৪০, লাল শাক ৩০, মুলা ৩৫, ডাটা ১৮, পেঁয়াজ ৮০, বেগুন ২০, পালং শাক ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন বাজার থেকে অন্তত ২০ থেকে ৩০ টাকা কমে নানা ধরনের শাক সবজি বিক্রি হচ্ছে বাজারে। সকাল থেকেই বাজারে ক্রেতাদের ভিড় শুরু হয়। এতে ক্রেতারা খুশি। তারা বলছেন আরও দোকান এবং পণ্য বাড়ালে সুবিধা হবে। সেই সাথে সপ্তাহের প্রতিদিনই ন্যায্যমূল্যের বাজার পরিচালনা করার দাবি জানান ক্রেতারা।

রামের ডাঙ্গা এলাকার আবদুর রশিদ জানান, বাজারের থেকে ২০ থেকে ৩০ টাকা কমমূল্যে শাক সবজি কিনতে পারছি। তবে আরও দোকানের প্রয়োজন আছে। আর সপ্তাহের প্রতিদিনই বাজার বসলে ভালো হয়। এই বাজারে আমরা টাটকা শাক-সবজি পাচ্ছি।

সেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের প্রধান সমন্বয়ক আহসান হাবিব জানান, সংগঠনের স্বেচ্ছাসেবীরা দোকান পরিচালনা করছে। তারা অধিকাংশই ছাত্র। আমরা সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষ যাতে কমমূল্যে শাক সবজি কিনতে পারে, তাই এ দোকানে কাজ করছি। প্রতিদিন ভোরবেলা কৃষকের সবজি খেত থেকে আমরা সবজি কিনে এনে এখানে বিক্রি করছি। এতে মধ্যস্বত্বভোগীরা অতি মুনাফা করতে পারছে না। কৃষকও ন্যায্য দাম পাচ্ছে। একই সাথে সাধারণ মানুষও কমদামে শাক সবজি কিনতে পারছে। বাজারে দরিদ্র পরিবারদের জন্য সবজি দান বাক্সও আছে। ক্রেতারা ইচ্ছে করলে দরিদ্রদের জন্য সবজি কিনে দানও করতে পারবেন। এদিকে আলুর সিন্ডিকেট ভাঙতে বিভিন্ন কোলেস্টরেল থেকে বুধবার ১৪ টন আলু কিনেছে জেলা প্রশাসন। জেলার বিভিন্ন উপজেলায় ওই আলু কম দামে বিক্রির জন্য সরবরাহ করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. সাবেত আলী জানান, সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে শাক সবজি কিনতে পারে তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদা, যৌক্তিকতা এবং উদ্যেক্তা পেলে এই বাজার আরও সম্প্রসারিত করা হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ