কলকাতার অভিনেত্রী পায়েল মুখার্জী। সেখানে তিনি বেশ কিছু টালিউড সিনেমায় কাজ করেছেন। নজর কেড়েছেন প্রথম থেকেই। তাই তো টালিউডের পাশাপাশি তামিল ও মালায়লম ছবিতে অভিনয় করার প্রস্তাব পান তিনি। দক্ষিণে পায়েলের পদচারণা বেশ আগে থেকেই। আর আমাদের ঢালিউডেও ক্যাপ্টেন খান ও গুন্ডি সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। সুন্দর মুখশ্রী ও আকর্ষণীয় ফিগারে নজর কাড়েন পায়েল সহজেই। চলুন এই সুন্দরী অভিনেত্রীর কিছু লুক দেখে নিই ইন্সটাগ্রাম ঘুরে।
ওয়ান শোল্ডার সিকুইন গাউনে পায়েল
নীল নেটের শাড়ির সঙ্গে তিনি পরেছেন ম্যাচিং ব্লাউজ
সাদা শাড়িতে রূপালি কারুকাজ করা। সাদামাটা ড্রেপেও আবেদন ছড়াচ্ছেন পায়েল
বডিকন ড্রেসে আকর্ষণীয় পায়েল
এখানে তিনি পরেছেন মিডনাইট ব্লু কাট আউট ড্রেস। সঙ্গে বড় হুপ দুল আর মানানসই হিলস
সিকুইনের জ্যাকেট-ব্রালেটের লুকে আবেদনময়ী পায়েল
ব্যাকলেস ড্রেসে নজর কাড়ছেন এই অভিনেত্রী
একেবারে ট্র্যাডিশনাল শাড়ির সাজে পায়েল
স্টাইলিশ স্লিভলেস টপ ও ম্যাচিং প্যান্টে পায়েল
ছবি: পায়েল মুখার্জীর ইন্সটাগ্রাম