সর্বশেষ
১৬ মাসে সাজানো ক্রসফায়ারের রিপোর্ট পাওয়া যায়নি, গণমাধ্যমের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে
হাসিনার ফাঁসির রায়ের কপি পাঠানো হবে ২ মন্ত্রণালয়ে
এশিয়ান কাপ বাছাইয়ে আজ ভারতের সঙ্গে লড়াই হামজাদের
ফ্যাটি লিভারের জন্য দুধ খাওয়া ভালো নাকি খারাপ
জ্যাম এড়াতে জেনে নিন মঙ্গলবার রাজধানীর কোথায় কোন কর্মসূচি
তামান্না ভাটিয়া এমারেল্ড গ্রিন আর রোজ-গোল্ডে ঝলক ছড়ালেন নতুন ফটোশুটে
ফ্যাশন আর আবেদনে দশে দশ এই অভিনেত্রী, দেখুন তাঁর সাম্প্রতিক যত লুক
গাজায় নিরাপত্তা বাহিনী গঠনে যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুমোদন করল জাতিসংঘ
স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ, আবেদন যেভাবে
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
মুমিনের অসুস্থতা পাপ-মোচনের মাধ্যম
সতর্কতা ও ঐক্য বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান
আরাধ্যর জন্মদিনে অমিতাভ বচ্চনের আবেগঘন বার্তা
চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেয়ার প্রতিবাদ হেফাজতের
আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি দেখতে চাই: আবু সাঈদের বাবা

সাড়ে ১৬ হাজার বিও অ্যাকাউন্ট বন্ধ দুই সপ্তাহে

অনলাইন ডেস্ক

শেয়ারবাজারে গত জুন মাসে যে সংখ্যক বিও অ্যাকাউন্ট বন্ধ হয়েছিল, জুলাইয়ের দুই সপ্তাহে বন্ধ হয়েছে তার থেকে বেশি। জুনে ১৬ হাজার ৮২টি বিও অ্যাকাউন্ট বন্ধ হয়েছিল। জুলাইয়ের গত বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ হয়েছে আরও ১৬ হাজার ৪৭৯টি অ্যাকাউন্ট। ইলেকট্রনিক শেয়ারের তথ্য সংরক্ষণকারী জাতীয় প্রতিষ্ঠান সিডিবিএল প্রকাশিত তথ্য পর্যালোচনায় এমন চিত্র পাওয়া গেছে।

বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, বিও অ্যাকাউন্ট খোলা ও বন্ধ হওয়া প্রতিদিনের ঘটনা। বিনিয়োগের উদ্দেশ্যে কেউ না কেউ নতুন অ্যাকাউন্ট খোলেন। একই সময়ে নানা কারণে বিনিয়োগ তুলে নিয়ে অনেকে অ্যাকাউন্ট বন্ধও করে দেন। সাধারণত বাজার চাঙ্গা থাকলে বিও অ্যাকাউন্ট বাড়ে, আবার মন্দায় কমে।

প্রাপ্ত তথ্যমতে, গত ১১ জুলাই শেয়ারবাজারে মোট বিও অ্যাকাউন্ট ছিল ১৭ লাখ ৫৮ হাজার ৬৬৭টি। গত ৩০ মে ছিল ১৭ লাখ ৯১ হাজার ২২৮টি। জুনের প্রথম দিন থেকে প্রতিদিনই কমেছে। সর্বশেষ হিসাবে সক্রিয় অ্যাকাউন্টগুলোর মধ্যে ১৩ লাখ ৬ হাজার ১৬৮টিতে কম-বেশি শেয়ার ছিল। তবে ৩ লাখ ৮০ হাজার ৪১টিতে কোনো শেয়ার ছিল না। এ ছাড়া বিও অ্যাকাউন্ট খোলার পর এখনও শেয়ার কেনা হয়নি, এমন ৭২ হাজার ৪৫৮টি সক্রিয় আছে।

পর্যালোচনায় দেখা গেছে, গত ২ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত শেয়ার থাকা বিও অ্যাকাউন্ট কমেছে ৩০ হাজার ৩৬৭টি। শুধু সর্বশেষ ১০ ও ১১ জুলাই দুই দিনে ৬ হাজার ২০৬টি অ্যাকাউন্টে নতুন করে শেয়ার কেনা হয়েছে। এ সময়ে টেকনো ড্রাগসের আইপিও শেয়ার বিওতে বণ্টন হওয়া এই বৃদ্ধির কারণ হতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।
শেয়ারবাজারসংশ্লিষ্টরা জানান, ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর ১২ ফেব্রুয়ারি থেকে টানা চার মাস মন্দায় ছিল শেয়ারবাজার। এ সময়ে অনেকে শেয়ার বিক্রি করে অ্যাকাউন্ট বন্ধ করেছে। ১২ জুন থেকে টানা চার সপ্তাহ ঊর্ধ্বমুখী ধারায় ছিল শেয়ারদর। তবে এতে আকৃষ্ট হয়ে নতুন বিনিয়োগকারী এসেছে– এমন প্রবণতা খুব বেশি দেখা যায়নি।

ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, অ্যাকাউন্টে শেয়ার থাকুক বা না থাকুক, অ্যাকাউন্ট ব্যবস্থাপনা নবায়ন ফি বাবদ ৪৫০ টাকা থেকে সিডিবিএলকে ৩৫০ টাকাই দিতে হয়, যার ২০০ টাকা পায় সরকার এবং নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি নেয় ৫০ টাকা। শেয়ার না থাকা অ্যাকাউন্টের গ্রাহক ওই অ্যাকাউন্ট আর কখনও ব্যবহার না করলে ৩৫০ টাকার ক্ষতির পুরোটা প্রতিষ্ঠানের। এ কারণে জুন ও জুলাই জুড়ে ব্রোকারেজ হাউসগুলো নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয়।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ