সর্বশেষ
কানাডায় এক দিনে রেকর্ড ২০ লাখ আগাম ভোট
সংস্কার বাস্তবায়নের পর নির্বাচন চায় এনসিপি
৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা, মানতে হবে ৪ গুরুত্বপূর্ণ নির্দেশনা
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অ্যালোভেরা জেল কীভাবে লাগাবেন? 
লটকনের পুষ্টিগুণ
মিনিড্রেসের ৭টি আবেদনময় লুকে মোহনীয় মন্দিরা
দুধ বা দুধের তৈরি খাবার খেলেই সমস্যা হয়?
ফিউশনওয়্যারে জুড়ি নেই তানজিন তিশার, দেখে নিন আকর্ষণীয় ১০ লুক
রক্তে অতিরিক্ত চর্বির কারণ ও প্রতিকার
একনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন
যে ফলগুলো খেলে গরমে আপনার চুল ভালো থাকবে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ

ইসলামাবাদ যাচ্ছেন ইমরান খানের সমর্থকরা, আটকানোর জন্য ব্যাপক প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা। জানা গেছে, ইমরান খানের ‘চূড়ান্ত ডাক’ কর্মসূচিতে সাড়া দিয়ে রাজধানী ইসলামাবাদে যাচ্ছেন তার হাজার হাজার সমর্থক।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে সমর্থকদের দলে দলে রাজধানীর দিকে আসার ভিডিও প্রকাশ করা হয়েছে। যদিও দেশটির আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী এই বহরকে আটকানোর জন্য ইসলামাবাদে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

আরও পড়ুন: বৈরুতে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত ১১

এরই প্রস্তুতি হিসেবে দেশটির রাজধানীর দিকে আসা বিভিন্ন সড়কে কনটেইনার দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। সংবাদমাধ্যম দ্য ডন সূত্রে জানা গেছে, দেশের প্রায় সব জায়গায় হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ইসলামাবাদে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ও ইন্টারনেট সেবা।

সংবাদমাধ্যম ডন আরও জানিয়েছে, খাইবান পাখতুনখাওয়া থেকে পিটিআইয়ের বহর সকাল সকাল রওনা দেয়। তবে তাদের আটকাতে জিটি রোড এবং অ্যাটকের হাসনাবদালে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর ইমরান খান ‘চূড়ান্ত ডাক’ কর্মসূচি ঘোষণা করেন। ওইদিন তিনি সমর্থকদের ২৪ নভেম্বর ইসলামাবাদে জড়ো হয়ে সংবিধানের ২৬ তম সংশোধনীর বিরুদ্ধে, সাধারণ মানুষকে গ্রেপ্তারের বিরুদ্ধে এবং জনগণের ম্যান্ডেট ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করার আহ্বান জানান।

যদিও ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের এই কর্মসূচিকে ‘অবৈধ’ ঘোষণা করেছে এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করে রাজধানীতে আইন ও শাসন অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় সরকারকে নির্দেশ দিয়েছে। কাল সোমবার (২৫ নভেম্বর) পাকিস্তানে আসবেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। ইসলামাবাদ হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, তার এই সফরে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

এদিকে ইসলামাবাদে গত সপ্তাহে টানা দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেটি ভঙ্গ করেই ইমরান সমর্থকরা ইসলামাবাদের দিকে এগোচ্ছেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ