সর্বশেষ
কাঠগড়ায় ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু
কুয়েটে শিক্ষা উপদেষ্টা, অনশনে অনড় শিক্ষার্থীরা
ইংল্যান্ড সফরেও ভারতের অধিনায়ক রোহিত শর্মাই
আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট
পেহেলগাম পর্যটকদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল পাকিস্তান
জমে উঠছে ‌‘টাকার ডাক্তার’ ক্লিনিক
পোপ ফ্রান্সিসের নামে স্টেডিয়াম হচ্ছে আর্জেন্টিনায়
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়তে ওসিকে ছাত্রদল নেতার সুপারিশ
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত
টিকটকে পরিচয়ে প্রেম, মেয়ে স্ত্রী’র দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে 
কেন নারীদেরই বেশি রক্তশূন্যতা হয় কেন
একই সঙ্গে ফ্যাশন আর আবেদনে দশে দশ এই অভিনেত্রী, বলছে তাঁর সাম্প্রতিক যত লুক
বয়স বাড়লেও দৃষ্টি ঈগলের মতো রাখবে যে ৫ খাবার
রাজধানীতে বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা কম
মৌলিক বিষয়ে এখনও মতভিন্নতা কাটেনি

সাগরে গোসল করতে নেমে নিহত ১, নিখোঁজ ২

অনলাইন ডেস্ক

কক্সবাজারে টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে মাদরাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে দুই শিশু।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বিচ পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

মৃত উদ্ধার নুর কামাল (১০) টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে।

নিখোঁজরা হলো, একই এলাকার কোরবান আলীর ছেলে মোহাম্মদ বাবুল (১০) ও মো. নজির আহমদের ছেলে মনজুরুল ইসলাম (১২)।

স্থানীয়দের বরাতে ওসি গিয়াস উদ্দিন বলেন, রোববার বেলা ১২টার দিকে টেকনাফ সদরে বিচ পয়েন্ট সাগরে একই এলাকার ১০ থেকে ১৫ জন শিশু মিলে খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে তারা সাগরে গোসলে নামে। এতে স্রোতের টানে তিন শিশু ভেসে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে একটি শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনায় নিখোঁজ রয়েছে অপর দুই শিশু।

ওসি বলেন, ঘটনার খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। ঘটনার ব্যাপারে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

মৃত উদ্ধার শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান গিয়াস উদ্দিন।

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ