গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই)–তে সম্প্রতি বসেছিল তারকাদের হাট। স্টাইলিশ সাজপোশাকে এদিন রেড কার্পেট মাতান স্টাইলিশ বলি ডিভারা। অভিনেত্রী ভূমি পেড়নেকর, রাকুল প্রীত সিং থেকে শুরু করে মিস ওয়ার্ল্ড মানুষি ছিল্লারসহ আরও অনেকেই এসেছিলেন চোখধাঁধানো সব লুকে। সেখান থেকে সেরা ও নির্বাচিত কয়েকজন তারকার লুকের আদ্যোপান্ত দেখে আসি চলুন
নীল স্ট্র্যাপলেস কোরসেট আউটফিটে সাবেক মিস ওয়ার্ল্ড মানুষি ছিল্লার।
তাঁর সিম্পল লুকে যোগ হয়েছে এলিগ্যান্ট আমেজ। ছেড়ে রাখা কার্ল হেয়ার, আকর্ষণীয় স্টেটমেন্ট নেকপিস আর ন্যুড মেকআপে তিনি অনন্য।
গ্রে-সিলভার রঙের মহেশ্বরী সিল্কের ড্রেপ শাড়ি পরেছেন ভূমি পেড়নেকর, সঙ্গে নজর কাড়ছে হল্টার স্ট্র্যাপের স্টেটমেন্ট ব্লাউজটিও। ভারতীয় পুরাণের অপ্সরাদের ডানা থেকে অনুপ্রাণিত এই ব্লাউজ।
ন্যুড-পিঙ্ক লিপকালার, শিমারি আইশ্যাডো-আইলাইনার-মাশকারা দেওয়া চোখ, ব্লাশ অন আর ফ্লোরাল স্টেটমেন্ট দুলে বেশ এলিগেন্ট লাগছে নায়িকাকে।
অল ব্ল্যাক লুকে আলো ছড়াচ্ছেন রাকুল প্রীত সিং। স্লিভলেস মিডি ড্রেসে সিকুইনের ঝলমলে আমেজ। অভিনেত্রী জুতা জোড়াও মিলিয়ে পরেছেন। ।
গ্লসি ন্যুড লিপকালার, চোখে কাজল, টেনে বাঁধা পনিটেল আর পোশাকের সঙ্গে ম্যাচিং দুলে রাকুল
হলুদ রঙের স্ট্র্যাপলেস ড্রেসে স্টাইলিশ অঙ্কিতা লোখান্ডে। মারমেইড কাটের এই লং ড্রেসের সঙ্গে রয়েছে একই রঙের লম্বা স্কার্ফ।
আকর্ষণীয় স্টেটমেন্ট জুয়েলারি সেট আর সফট গ্ল্যাম মেকআপে সুন্দরী তিনি।
সানিয়া মালহোত্রা এসেছিলেন ইন্দো ওয়েস্টার্ন লুকে। আইভরি ব্লেজার আর সাদা-সোনালি কাসাভু শাড়ির স্কার্ট পরেছেন তিনি।
সাজে বিশেষভাবে আকর্ষণ কাড়ছে টিকলি, দুল, রতনচূর, চোকার আর লেয়ার নেকপিস। কাজল আর টিপের মিনিমাল সাজে ধরা দিয়েছেন তিনি। সঙ্গে নিয়েছেন ভেলভেটের ক্লাচ।