আমেরিকার পেনসিলভেনিয়ায় (Pennsylvania) প্রকাশ্য জনসভায় প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) উপর গুলি চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ঘটনায় তীব্রও নিন্দা প্রকাশের পাশাপাশি ‘বন্ধু’ ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। হামলার এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ আরও অনেকে।
রবিবার সকালে মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বন্ধু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। ঘটনার তীব্র নিন্দা জানাই। রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করছি। ঘটনায় নিহতদের পরিবার, আহতদের এবং আমেরিকার জনগনের প্রতি আমার সমবেদনা রইল।’
ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে সাংসদ তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। এই ধরনের আচরণের কড়া দমন প্রয়োজন। ট্রাম্পের দ্রুত এবং সম্পূর্ণ আরোগ্য কামনা করছি।’
ট্রাম্পের জনসভায় হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা (Barack Obama)। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমাদের গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনও স্থান নেই। যদিও আমরা এখনও ঠিক কী ঘটেছে তা স্পষ্ট জানি না। তবে আমরা আশ্বস্ত যে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প গুরুতরভাবে আহত হনন। নাগরিক হিসাবে আমাদের রাজনীতিকে আরও সম্মান জানানো উচিত। মিশেল এবং আমি ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করছি।’
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) ট্রাম্পের আরোগ্য কামনা করে লিখেছেন, ‘প্রাক্তন মার্কিন পেসিডেন্ট ট্রাম্পের উপর এই হামলার ঘটনায় আমি স্তম্ভিত। রাজনৈতিক হিংসা কখনই গ্রহণযোগ্য নয়।’
ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও (US President Joe Biden)। তিনি লিখেছেন, ‘পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সভায় হামলার বিষয়ে আমি শুনেছি। উনি সুস্থ এবং নিরাপদ আছেন শুনে আমি কৃতজ্ঞ। আমি তাঁর জন্য, তাঁর পরিবারের জন্য এবং সভায় উপস্থিত সকলের জন্য প্রার্থনা করছি। ঘটনা সম্পর্কে আরও তথ্য জানার জন্য অপেক্ষা করছি। ট্রাম্পকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য সিক্রেট সার্ভিসের উপর আমি এবং জিল (জিল বাইডেন, আমেরিকার ফার্স্ট লেডি) কৃতজ্ঞ। আমেরিকায় এই ধরনের হিংসার কোনও জায়গা নেই। আমাদের অবশ্যই এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ হয়ে এর বিরোধিতা করা উচিত।’
ট্রাম্পের উপর হামলার ঘটনায় মুখ খুলেছেন মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও (Ivanka Trump)। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমার বাবা এবং পেনসিলভেনিয়ার ঘটনায় আহতদের প্রতি আপনাদের এই ভালোবাসা এবং প্রার্থনার জন্য ধন্যবাদ। সিক্রেট সার্ভিস এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকদের দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের জন্য আমি কৃতজ্ঞ। আমাদের দেশের জন্য আমার প্রার্থনা রইল।’ এই পোস্টের সঙ্গেই বাবার উদ্দেশ্যে বার্তা দিয়ে ইভাঙ্কা লিখেছেন, ‘তোমাকে ভালবাসি, বাবা।’
উল্লেখ্য, শনিবার পেনসিলভেনিয়ার বাটলারের একটি সভায় মঞ্চে উঠে ট্রাম্প বক্তৃতা দেওয়ার সময় এক বন্দুকবাজ গুলি চালান। গুলি ট্রাম্পের কান ঘেঁষে বেরিয়ে যায়। হাত দিয়ে কান চেপে মঞ্চে বসে পড়েন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী (Republican presidential nominee)। গুলির শব্দে শুরু হয় হুড়োহুড়ি। ট্রাম্পকে উদ্ধার করে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। তাঁর ডান দিকের কানের পাশ থেকেও রক্ত গড়িয়ে পড়তে দেখা যায়। যদিও বর্তমানে ট্রাম্প সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।