সর্বশেষ
ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপি
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়
খালি পেটে পেঁপে পাতার রস খেলে মিলবে যেসব উপকার
৮৬ বছর বয়সে উইন্ডসার্ফিংয়ে বিশ্বরেকর্ড
সাড়ে সাত ভরি স্বর্ণের মালিক হলেই কোরবানি ওয়াজিব
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ

নিরাপত্তা উদ্বেগের পরও রিকল সুবিধার প্রিভিউ সংস্করণ উন্মুক্ত করল মাইক্রোসফট

অনলাইন ডেস্ক

গত ১৮ জুন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটযুক্ত কোপাইলট প্লাস পিসি ল্যাপটপ কম্পিউটারে ‘রিকল’সুবিধা ব্যবহার করা যাবে বলে জানিয়েছিল মাইক্রোসফট। কিন্তু রিকল সুবিধা কয়েক সেকেন্ড পরপর স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি স্ক্রিনশটের তথ্য এআইয়ের মাধ্যমে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে পারায় উদ্বেগ প্রকাশ করেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা। তাঁদের মতে, রিকল সুবিধাটি ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘন করে নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। নিরাপত্তা নিয়ে ব্যবহারকারী পর্যায়ে উদ্বেগ তৈরি হওয়ার পর বেশ কিছু পরিবর্তন এনে অবশেষে রিকল সুবিধার প্রিভিউ সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। প্রাথমিকভাবে সীমিতসংখ্যক কোপাইলট প্লাস পিসি ল্যাপটপ কম্পিউটার ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের তথ্যমতে, বর্তমানে রিকল সুবিধাটি শুধু মাইক্রোসফটের উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের সদস্যরা কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর ও নিউরাল প্রসেসিং ইউনিটচালিত কোপাইলট প্লাস পিসি ল্যাপটপ কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এএমডি বা ইন্টেল প্রসেসরে চলা ল্যাপটপ কম্পিউটারে সুবিধাটি ব্যবহার করা যাবে না।

দীর্ঘদিন অপেক্ষার পর রিকল সুবিধা উন্মুক্ত করা হলেও এর কার্যকারিতা নিয়ে সমালোচনা করেছেন অনেক ব্যবহারকারী। তাঁদের দাবি, সার্চ ফলাফল প্রদর্শনের সময় মাঝেমধ্যেই সামঞ্জস্যপূর্ণ স্ক্রিনশট দেখাতে পারছে না রিকল। এমনকি স্ক্রিনশট লোড করতেও বেশি সময় প্রয়োজন হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি মাইক্রোসফট।

প্রসঙ্গত, রিকল সুবিধা ডিফল্ট হিসেবে চালুর পরিকল্পনা থাকলেও নিরাপত্তা উদ্বেগের কারণে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে মাইক্রোসফট। তবে সুবিধাটি চালু করতে ব্যবহারকারীদের পরিচয় যাচাই করতে হবে। মুখাবয়ব, আঙুলের ছাপ ও পিন দিয়ে পরিচয় যাচাইয়ের পরই কেবল সুবিধাটি চালু করা যাবে। ফলে অন্য কেউ চাইলেও সুবিধাটি আরেকজনের কম্পিউটারে ব্যবহার করতে পারবেন না। শুধু তা-ই নয়, সেটআপে গিয়ে ব্যবহারকারীরা সুবিধাটি চালু বা বন্ধ করেও রাখতে পারবেন। ফলে ব্যবহারকারীরা স্বাধীনভাবে সুবিধাটি কাজে লাগাতে পারবেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ