সংযুক্ত আরব আমিরাতের ৫৩তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আমিরাতের মানবসম্পদ ও ইমিরেটাইজেশন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২ ও ৩ ডিসেম্বর (সোমবার ও মঙ্গলবার) ছুটি থাকবে। ৪ ডিসেম্বর, বুধবার থেকে অফিস কার্যক্রম পুনরায় শুরু হবে।
দেশটিতে শনি ও রোববার সাপ্তাহিক ছুটি থাকায়, প্রবাসীসহ কর্মীরা টানা চার দিন ছুটির আনন্দ উপভোগ করবেন।
এ উপলক্ষে আমিরাত সরকার আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, ফুজাইরাহ, রাস আল খাইমাহ এবং উম্ম আল কোয়াইনে বসবাসরত সব নাগরিক ও প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছে। ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন আয়োজনের প্রস্তুতি চলছে।
জাতীয় দিবসে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের একই ধরনের ছুটি দেওয়ার সিদ্ধান্তে কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে।