গাজীপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে গাজীপুরের শহরের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদেরভিত্তিতে তারা জানতে পারেন সিলেট থেকে বিপুল পরিমাণ মাদক বাসে করে নিজ নিজ শরীরে বহন করে গাজীপুরের আসছেন কিছু ব্যবসায়ী। সেই তথ্য মতে, বুধবার সকালে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ওই চার মাদক ব্যবসায়ীর শরীরের বিভিন্ন স্থানে ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ছয় হাজার ইয়াবা ও মাদক কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করেন।
গ্রেপ্তাররা হলেন ময়মনসিংহ জেলার পাগলা থানার লংগাইর এলাকার মৃত মুনসুর মৃরার ছেলে, পলাশ,একই জেলার ভালুকা থানার মৃত আবুল হোসেনের ছেলে, আতিকুল ইসলাম, ফুলবাড়িয়া থানার ফারুক খানের মেয়ে ফারিহা আক্তার ও টাঙ্গাইল জেলার সফিপুর থানার শাহনুর এর মেয়ে সাইলা আক্তার। তারা গাজীপুরের বিভিন্ন স্থানে মাদক বহন ও ব্যবসা করে থাকেন।