মিরর লাইফস্টাইল এক্সপো অ্যাওয়ার্ডসে বিশেষ সম্মাননা পেলেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। আর এই অনুষ্ঠানে তাঁর শ্বেতশুভ্র লুক ছিল দেখার মতো। জনপ্রিয় অভিনেত্রী রুনা খান জাতীয় পুরস্কারসহ বহু অ্যাওয়ার্ডসে পেয়েছেন তাঁর অভিনয়শৈলীর জন্য। সম্প্রতি মিরর লাইফস্টাইল এক্সপো অ্যাওয়ার্ডসে তাঁকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে একজন অভিনেত্রীর জায়গা থেকে চলচ্চিত্র ও মিডিয়ায় উল্লেখযোগ্য অবদান রাখার জন্য। আর এ অনুষ্ঠানে রুনা খানের শ্বেতশুভ্র লুক রীতিমতো চোখ জুড়িয়েছে সবার।
সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা পাচ্ছে রুনার এদিনের সাজপোশাক।
প্রথমেই বলতে হয় নজরকাড়া ফিউশন স্টাইল শাড়িটির কথা। দেশের সুপরিচিত বিলাসবহুল ফ্যাশন লেবেল সানায়া কতুর থেকে নেওয়া এটি। ফিউশন স্টাইল সাদা শাড়িতে একই রঙের এমবেলিশমেন্ট দেখা যাচ্ছে।
শাড়ির সঙ্গে রয়েছে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ। আকর্ষণীয় ড্রেপিংয়ে নজর কাড়ছেন রুনা খান এখানে। স্টাইলিং সানায়ারই করা।
যেকোনো সাজপোশাকের বড় অংশ মেকওভার। আর এখানে এই জনপ্রিয় সুন্দরী অভিনেত্রীর চোখজুড়ানো মেকওভারের দায়িত্বে ছিলেন মেকওভার ফিনেস বাই ফারহানা চৈতী-র স্বত্ত্বাধিকারী ফারহানা চৈতী নিজেই। আই মেকাপের সফট লুক খুব মানিয়ে গিয়েছে স্নিগ্ধ আমেজের সাদা সাজপোশাকের সঙ্গে।
সাজে একেবারেই বাড়াবাড়ি নেই। পরিমিত সফট গ্ল্যাম লুকে সাজিয়েছেন চৈতী এখানে রুনা খানকে। হালকা কমলা ন্যুড শেডের লিপকালার মানিয়েছে খুব। চুলে করা হয়েছে পরিপাটি আপডু।
অনুষঙ্গ ছাড়া সাজে পূর্ণতা আসে না সহজে। রুনা খান এখানে মুক্তার নজরকাড়া একলহরের ঝোলানো দুল পরেছেন। হাতেও মুক্তার আংটি দেখা যাচ্ছে।
সানায়া কতুরের সংগ্রহ থেকেই দারুণ একটি সাদা বটুয়া নিয়েছেন সঙ্গে রুনা খান। মুক্তার এমবেলিশমেন্টে বেশ নজর কাড়ছে সেটি। সব মিলিয়ে শেতশুভ্র সাজে রুনা খানের দিক থেকে চোখ ফেরানো দায়, বলতেই হয়। আর এই লুকের চমৎকার ছবিগুলো এ. এ. জুটনের তোলা।
পোশাক ও বটুয়া: সানায়া কতুর
মেকওভার: মেকওভার ফিনেস বাই ফারহানা চৈতী
স্টাইলিং: সানায়া চৌধুরী
ফটোগ্রাফি: এ. এ. জুটন
ছবি: রুনা খান