শুষ্ক আবহাওয়া সঙ্গে ধুলাবালু আর দূষণ এমন দিনে ত্বক হারায় স্বাভাবিক সজিবতা ও কোমলতা। আর নিষ্প্রাণ ত্বকে যতই মেকআপ করা হোক, আয়না বলবে কিছু একটা যেন নেই।
প্রাণবন্ত ত্বকের স্বপ্ন তো সবাই দেখে। কিন্তু এর বাস্তবায়নে নিতে হবে বিশেষ যত্ন। এমন দিনে শুষ্ক আবহাওয়া, ধুলাবালু আর দূষণে ত্বক প্রাণ হারিয়ে ফেলতে থাকে। নিষ্প্রাণ ত্বকে যতই মেকআপ করা হোক, আয়নার সামনে গেলে মনে হবে কোথাও কী যেন নেই। এই হারিয়ে যাওয়া প্রাণ ফেরাতে ত্বকের যত্নে রূপবিশেষজ্ঞরা বিভিন্ন সময় যে পরামর্শগুলো দিয়ে থাকেন, সেদিকে মনোযোগ দেওয়া যাক এবার।
১. চাল ভেজানো পানিতে মুখ ধোয়া
কোরিয়ান আর জাপানি স্কিনকেয়ারে চাল ভেজানো পানিতে মুখ ধোয়ার প্রচলন রয়েছে যুগযুগ ধরে। প্রাচীন চীনা সুন্দরীদের রূপ রুটিনেও এর উল্লেখ পাওয়া যায়। এতে যে ভিটামিন বি আর অ্যান্টি–অক্সিডেন্ট মেলে, তা ত্বককে বয়সের ছাপ পড়া থেকে রক্ষা করে আর ত্বকের জ্বালাপোড়া বা ইরিটেশন কমায়।
২. সকালে ও রাতে ত্বককে সময় দেওয়া
সকালে ঘুম থেকে উঠে ও রাতে বিছানায় যাওয়ার আগে ত্বকের জন্য কিছু সময় বরাদ্দ রাখতেই হবে। আর সকাল ও রাতের স্কিনকেয়ার একেবারেই আলাদা রকমের। সকালে যেমন সারাদিন ত্বককে রোদ ও দূষণ থেকে বাঁচানোর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হয়। সানস্ক্রিন এ সময় অত্যাবশ্যক। আর রাতে সারাদিনের ঘাম-তেল, ধুলা-ময়লা আর মেকাপসামগ্রী তুলতে হবে সময় নিয়ে। ডাবল ক্লেনজিং করলে ভালো। সে সঙ্গে ত্বকের পুষ্টি জোগায় এমন পণ্য ব্যবহার করতে হয় রাতে।
৩. ফেশিয়াল মিস্টের ব্যবহার
ত্বককে এমন আবহাওয়ায় সতেজ রাখতে ফেশিয়াল মিস্টের বিকল্প নেই। মেকাপের বিভিন্ন পর্যায়ে তো বটেই, এমনিতেও দিনের মধ্যে ফেশিয়াল মিস্ট ব্যবহার করলে ভালো। বিভিন্ন ধরনের ম্যাট লুক দেওয়া, ময়েশ্চারাইজ করার, দূষণরোধী আর এসপিএফযুক্ত রোদ থেকে বাঁচানোর মিস্ট পাওয়া যায়। উপযুক্ত মিস্ট বেছে নিয়ে তা সব সময় নিজের কাছে রাখতে হবে যাতে প্রয়োজন হলেই ব্যবহার করা যায়।
৪. মুখ মুছতে পরিষ্কার তোয়ালে ব্যবহার
অনেক সময় ওয়াশরুমের র্যাকেই ঝুলতে থাকে তোয়ালে। আর তা দিয়ে বারবার মুখ মুছি আমরা। আবার সারা শরীর ও মুখ একই তোয়ালেতে মোছা হয়। এতে ত্বকে রোগজীবাণুর সংক্রমণ হতে পারে। সব সময় পরিষ্কার তোয়ালে ব্যবহার করা উচিত। ফেসক্লথ বা ডিসপোজেবল ফেশিয়াল ওয়াইপও ব্যবহার করা যায়। তোয়ালে গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত রাখতে হবে।
সূত্র: স্টাইলক্রেজ, অ্যালিওর, এল সাময়িকী