প্রায় চৌদ্দ বছর আগে জনপ্রিয় সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’র মাধ্যমে অভিনয়জগতে পা রেখেছিলেন পশ্চিমবাংলার হার্টথ্রব অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এরপর একাধিক বাংলা ও হিন্দি ভাষার সিনেমায় দেখা গেছে তাঁকে। প্রথাভাঙা নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়। তবে গত বছর মুক্তি পাওয়া ‘ফাটাফাটি’ সিনেমায় অভিনয় করে ঋতাভরী চলে আসেন আবারও লাইমলাইটে। ভক্তরা একেবারে অন্য রকম ঋতাভরীকে দেখেন এ সিনেমায়। বডি শেমিংয়ের বিরুদ্ধে ছিল এই সিনেমা। তাই ২০ কেজির মতো ওজনও বাড়াতে হয়েছিল তাঁকে। এ ছাড়া গত চার বছরে তিনটি অস্ত্রোপচার হয়েছে নায়িকার। ওজন বাড়ার সঙ্গে মানসিক অবসাদেরও শিকার হয়েছিলেন তিনি। সবকিছুকে পেছনে ফেলে ঋতাভরী প্রমাণ করে দিয়েছেন, মোটা হলেও মানসিক শক্তির জোরে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব। আত্মবিশ্বাসের সঙ্গে ধারণ করতে পারলে যেকোনো পোশাকেই সুন্দর দেখায়। তাই ‘ফ্যাশন মানে রোগা বা মোটা নয়’, এই মূলমন্ত্রে বিশ্বাসী অভিনেত্রী। অভিনয় ছাড়া ঋতাভরী একাধারে গায়িকা, মডেল আবার মিনিয়েচার শিল্পীও। তবে ফ্যাশন আইকন হিসেবে বর্তমানে ঋতাভরীকে অনুসরণ করছেন অনেকেই।
ফ্লোরাল মোটিফের স্ট্র্যাপলেস ড্রেসের সঙ্গে জুটি হয়েছে ফো ফারের সবুজ জ্যাকেট। লেয়ার নেকপিসটাও নজর কাড়ছে।
সাবেকি এই লুকে অভিনেত্রী বেছে নিয়েছেন ভেলভেটের ডিপ নেক সবুজ ব্লাউজ, ফ্লোরাল প্রিন্টের সিল্ক শাড়ি আর মুক্তার জুয়েলারি। এর সঙ্গে মানিয়ে গেছে তাঁর শর্ট হেয়ারস্টাইল লুক।
অভিনেত্রীর ধূসর রঙের আউটফিটে বিশেষভাবে নজর কাড়ছে সিলভার রঙের হল্টার নেক ব্রালেট। ছেড়ে রাখা চুল আর সাদা পাথরের স্টেটমেন্ট দুল হয়েছে সঙ্গী।
স্যাটিন ফেব্রিকের টিল গ্রিন পোশাকে আবেদন ছড়াচ্ছেন নায়িকা। ব্রালেট আর সাইড স্লিট বটমের সঙ্গে জড়িয়ে নিয়েছেন সাদা ফার শাল।
সাদা ব্লেজারের সঙ্গে অ্যাঙ্কেল লেন্থ বুট পরেছেন ঋতাভরী। স্মোকি আই লুক নজর কাড়ছে।
সাদা-কালো পলকা ডট প্রিন্টের স্ট্র্যাপলেস গাউনে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী। সৌন্দর্য বাড়িয়েছে হাতে পরা স্টেটমেন্ট জুয়েলারি আর কানের আকর্ষণীয় দুল।
সিকুইনসজ্জিত মিনি র্যাপ ড্রেসে অভিনেত্রী। ডিস্কো আমেজে বেশ সুন্দর লাগছে তাঁকে।
ন্যুডল স্ট্র্যাপের ভেলভেটের সবুজ মিনি ড্রেস আর কালো রঙের ফার জ্যাকেটে নজর কাড়ছেন নায়িকা। সাদা পাথরের নেকপিসটাও আবেদন বাড়িয়েছে তাঁর লুকে।
‘জব উই মিট’ সিনেমায় কারিনা কাপুরকে আমরা এই লুকে দেখেছি। অভিনেত্রী ঋতাভরীকেও বেশ লাগছে এই কোরসেট ড্রেসে।
ফ্যাশনিস্তা ঋতাভরীকে এই লুকে দেখা যাচ্ছে কালো-হলুদ রঙের অ্যাসেমেট্রিক আউটফিটে।
আবেদনজাগানো কালো ব্রালেটের সঙ্গে লেয়ার করেছেন গোলাপি ক্রপ জ্যাকেট।
ফুলস্লিভ কুর্তি পরেছেন অভিনেত্রী।
ব্যাকলেস ব্লাউজ আর তাঁতের শাড়িতে বং সুন্দরী।
কালো স্যুট। রেড লিপস আর সানগ্লাসে ঋতাভরীর ‘বসলেডি লুক’।
আকর্ষণীয় গাউনের সঙ্গে জুটি হয়েছে নীল রঙের ফার শাল।
বার্বিকোর লুকেও কম যান না ঋতাভরী।
অল ব্ল্যাক লুকে লাস্যময়ী অভিনেত্রী। কালো শিয়ার ফেব্রিকের রাফেল ড্রেসের সঙ্গে স্মোকি আই মেকআপ আর ন্যুড লিপস্টিক দিয়েছেন তিনি।