সর্বশেষ
একনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন
যে ফলগুলো খেলে গরমে আপনার চুল ভালো থাকবে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস
রাকসুর চূড়ান্ত বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়
মেট্রোরেলের র‍্যাপিড পাসও আমলাতান্ত্রিক জটিলতায়, ভোগান্তি যাত্রীদের
নারী বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান
৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

সার-বীজের কোনো সংকট নেই: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আপাতত সারের কোনো সংকট  নেই। বীজেরও সংকট হবে না। কৃষক যাতে পরামর্শসহ সার, বীজ ও পানি ঠিকমতো পায় সেজন্য সারের ব্যবহার পরিমিত পরিমাণে করতে হবে।

সোমবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সভাকক্ষে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জৈব সার ব্যবহার বাড়াতে হবে। জনসংখ্যা বাড়ছে, কৃষি জমি কমছে। তারপরও ১৮ কোটি লোককে খাবার যোগান দেওয়া সম্ভব হচ্ছে। এ কৃতিত্ব কৃষক, কৃষিবিদ, গবেষক ও কৃষি সংশ্লিষ্ট সবার।

জিনিসপত্রের দাম কমানোর জন্য উৎপাদন বৃদ্ধিতে কর্মকর্তাদের মনিটরিং বাড়ানোর উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আসন্ন বোরো মৌসুম খুব গুরুত্বপূর্ণ। তাই কর্মকর্তাদের বোরোর ফলন বৃদ্ধির চলমান প্রকল্পগুলোর উপর মনিটরিং জোরদার করতে হবে। এ বছর আলুর আবাদ অনেক বৃদ্ধি পাবে, তাই যারা আলুর বীজ না পাবেন, তারা উচ্চমূল্যের ভুট্টা ফসল আবাদ করবেন।

আরও পড়ুন: ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষার জন্য তৈরি: উপদেষ্টা সাখাওয়াত

উপদেষ্টা আরও বলেন, কৃষিতে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে কৃষকের লাভ, কৃষির উন্নতি ও ফলন বাড়ানোর বিষয়কে প্রাধান্য দিতে হবে। এ বিষয়ে সকলকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

খাদ্য উৎপাদনে কৃষকের সাফল্য অনেক উল্লেখ করে তিনি বলেন, ৭ কোটির জায়গায় এখন জনসংখ্যা হয়েছে ১৮ কোটি। সেই সময়ের চেয়ে কম জমি দিয়ে আমরা খাবার যোগান দিতে সক্ষমতা রাখছি।

এসময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেনসহ স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারতসহ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুপুরে রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ