বর্তমান সময়ে বলিউড বিউটির নিরিখে শীর্ষ তিন জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন এই ডিভারা। সৌন্দর্য আর আবেদনময়তায় মুগ্ধ করছেন সবাইকে। আর সব ধরনের পোশাক পরলেও দেশি লুকে একটু বেশিই সুন্দর লাগে বলিউডের হালের ক্রেজ শর্বরী ওয়াগ, শেহনাজ গিল আর তামান্না ভাটিয়াকে। এমনিতেই এই সময়টা বলিউডে লেহেঙ্গা সিজন চলে। আর আকর্ষণীয় কাটের চোলি ও স্কার্টের সমন্বয়ে জমকালো লেহেঙ্গার লুকে তাঁদেরকে লাগছে অত্যন্ত আবেদনময়ী।
অফ হোয়াইট লেহেঙ্গায় সোনালি কাজ। তামান্না ভাটিয়া মানেই আকর্ষণ
সোনালি আর সবুজ ফেব্রিকের সমন্বয়ে ঝলমলে লেহেঙ্গায় শর্বরী ওয়াগ
শেহনাজ গিলকে দেখা যাচ্ছে কালোয় সোনালি কারুকাজের লেহেঙ্গায়
ডিপনেক চোলিতে ফুলস্লিভ ডিজাইন। রিবনওয়ার্কের নিখুঁত কাজ করা শিয়ার ফেব্রিকের অফ হোয়াইট লেহেঙ্গায়
স্লিভসে নজরকাড়া ডিজাইন। জমকালো সোনালি চোলিতে গভীর নেকলাইন।
স্লিভলেস চোলিতে আবেদন বেড়েছে। শেহনাজ এখানে হালকা গয়না পরেছেন অ্যান্টিক ফিনিশের
কুন্দনের ঝোলানো দুল আর আংটি পরেছেন তামান্না এখানে। খোলা চুল, লাল লিপকালার আর মাসকারা নজর কাড়ছে
গয়না হিসেবে সুন্দরী শর্বরী বেছে নিয়েছেন শুধু কানপাশা
হালকা সাজের সঙ্গে ওয়েট লুকের হেয়ারস্টাইল করেছেন শেহনাজ। ঝলমলে লেহেঙ্গার সঙ্গে খুব মানিয়েছে এই মেকওভার