নাচের মেয়ে প্রীতি মুকুন্দন। অত্যন্ত আবেদনময়ী এই দক্ষিণি সুন্দরীকে দেখা গিয়েছে সাড়া জাগানো তামিল গান ‘আসা কুরা’-র মিউজিক ভিডিওতে। ভাষার সীমারেখা পেরিয়ে ভাইরাল হয়ে যাওয়া এই গান দিয়ে রিলস বানিয়েছি আমরা অনেকেই। গানটির তালে তালে নেচে বহু ভিডিও আপলোড হয়েছে সামাজিক মাধ্যমে। আর সেই সঙ্গে লাইমলাইটে এসেছেন দক্ষিণের সুন্দরী নৃত্যশিল্পী প্রীতি মুকুন্দন। তাঁকে বিখ্যাত র্যাপার ও হালের ক্রেজ বাদশাহের মিউজিক ভিডিও মোরনিতেও দেখা যাবে। নাচের সঙ্গে সঙ্গে টুকটাক অভিনয়ও করেন প্রীতি। আসা কুরার পরে এখন তামিল ও তেলেগু ছবিতে কাজ শুরু করেছেন তিনি গত বছর থেকে। চলুন তবে ইন্সটাগ্রাম থেকে প্রীতির কিছু নজরকাড়া লুক দেখে আসি।
ট্র্যাডিশনাল দক্ষিণি স্টাইলের জমকালো গয়না ও সিগনেচার ড্রেপে নীল কাতান পরেছেন প্রীতি
একঢাল চুল, নাকে-কানে গয়না আর সাদামাটা শাড়ির লুকে মোহনীয় লাগছেন তিনি। হাতে আছে রেশমি চুড়ি
অফ হোয়াইট স্যাটিনে সোনালি কাজ করা আকর্ষণীয় কস্টিউমে প্রীতি
এখানে তিনি পরেছেন মভ শর্ট কার্ডিগানের লেয়ারিং করে লেসের টপ ও সরু বেল্ট দিয়ে কালো প্যান্ট
লাল ডিজাইনার টুপিসে আবেদন ছড়াচ্ছেন এই সুন্দরী নাচের মেয়ে
ব্রালেট আর স্লিপ ড্রেসে আবেদনময়ী প্রীতি
ঐতিহ্যবাহী দক্ষিণি লুকে খুব মানায় এই অভিনেত্রীকে। তামিল ছবিতে দেখা যাচ্ছে তাঁকে এভাবে
ফুলেল সাদা-কালো স্লিপড্রেসে আকর্ষণ ছড়াচ্ছেন তিনি
বিখ্যাত র্যাপার বাদশাহের নতুন গান মোরনিতে এমন ময়ূরীর সাজে দেখা যাবে প্রীতিকে।
ছবি: প্রীতির ইন্সটাগ্রাম