আমাদের উপমহাদেশের এক বিস্ময়বস্ত্র শাড়ি। নারীর এই চিরন্তন পোশাকের ছয় গজের ভাঁজে আর প্যাঁচে যুগ যুগ ধরে বাধা পড়ে আছে অগুণতি হৃদয়। আর শাড়ির মাঝে রয়েছে এক অন্যরকম আবেদন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে এর ড্রেপিং , ফেব্রিক আর স্টাইলিংয়ে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। বলিউডের স্বপ্নের নায়িকারা সবসময়ই শাড়ির সাজে আমাদের হৃদয়হরণ করে আসছেন। তবে লক্ষ্য করার মতো বিষয় হলো কৈশোর পেরনো জেনজি তারকারাও এখন পশ্চিমা পোশাকের পাশাপাশি শাড়ির লুকে হাজির হচ্ছেন প্রায়ই সকলের সামনে। যেকোনো উৎসব, অনুষ্ঠান আর বিশেষ দিনে চোখ ধাঁধানো শাড়ির সাজে দেখা যাচ্ছে সুহানা খান, খুশি কাপুর, জাহ্নবী কাপুর, তারা সুতারিয়া, অনন্যা পান্ডে, শানায়া কাপুর, পলক তিওয়ারিদেরকে। শাড়িতে অত্যন্ত আকর্ষণীয় এই বলিউড সুন্দরীদের লুকগুলো দেখে নেওয়া যাক এবার। ছবি ইন্সটাগ্রাম থেকে নেওয়া।
শানায়া কাপুরের শারীরিক সৌন্দর্য পরিপূর্ণতা পেয়েছে এই মিন্ট রঙা জর্জেটের শাড়িতে।
তারা সুতারিয়ার ঐতিহ্যবাহী লাল বেনারসির সঙ্গে অফ দ্য শোল্ডার টিউব টপটি পুরো লুকে এনেছে নতুনত্ব।
পলক তিওয়ারির মনোক্রোম কমলা শাড়ি আর ব্রালেট ঘরানার ব্লাউজে কড়ির এমবেলিশমেন্ট দিয়েছে বোহো আমেজ।
ব্লাউজ ফুলস্লিভ হলেও এই ঝিকিমিকি সিকুইন দেওয়া জমকালো পাড়ের লাল শাড়িতে হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছেন অনন্যা পান্ডে।
আবার শানায়া কাপুরের কথা বলতে হয়। আগাগোড়া সিকুইনের ওয়াইন রঙা শাড়িটি উত্তাপ বাড়াচ্ছে এই ডিসেম্বরেও।
বেশি কিছু করতে হয়না খুশি কাপুরকে হৃদয় জয় করতে। আকাশ নীল নিটেড সাদামাটা শাড়ি আর ব্লালেটের সঙ্গে নো মেক আপ লুকে আসলেই হয় সকলের সামনে।
সুহানা খানের ভর-ভরন্ত শারীরিক আবেদনে সোনায় সোহাগা হয়েছে এই সোনারঙা স্বচ্ছ শাড়ি আর বোল্ড নেকলাইনের ব্লাউজ
খুশি কাপুরের প্যাস্টেল হলুদ পাতলা শিফন শাড়িটিতে রাখ ঢাক নেই, আবার বাড়াবড়িও নেই কারুকাজের। মিনিমাল লুক দিয়েও বাজিমাত করা যায় আসলে।
পলক তিওয়ারির শাড়িটির সঙ্গে চোলি স্টাইলের ব্লাউজ আর নিচে ফেদার ডিটেইলিং বেশ নজর কাড়ছে।
হলুদ এখন খুবই ট্রেন্ডি। অনন্যা পান্ডের হলুদ শিফন শাড়ি আর স্লিভলেস ব্লাউজে রেট্রো আমেজ।
খুশি কাপুরের প্রি-ড্রেপড শারিতি একটা পারফেক্ট পার্তি লুক দিয়েছে তাঁকে। ট্রেন্ডি প্যাস্টেল শেডটি চোখ জুড়াচ্ছে।
কাপুরদের বড়বোন জাহ্নবীর গ্রীক দেবীদের মতো ফিগারে এই সিম্পল হালকা ধূসর শাড়িটি বসে গেছে খাঁজে খাঁজে।
সুহানা খান মাঝে মাঝে জমক্লাও শাড়ি আর গয়নার সঙ্গে একেবারে মিনিমাল সাজে সাজান নিজেকে। চুলে থাকে মেসি আমেজ।
অনন্যা পান্ডের এই স্যাটিন শাড়ির লুকটি আইকনিক মর্যাদা পাওয়ার মতো। মনোক্রোম ফ্যাশন এর চেয়ে নজরকাড়া হতে পারেনা।
ব্লাউজের আবেদনে জাহ্নবী কাপুরের উজ্জ্বল নীল সিকুইনের শাড়িতে তাকে লাগছে আবেদনে টইটম্বুর।