কিছুদিন আগে এসেছিলাম ঢাকার গুলশানের বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে লালবুক চুটকি দেখতে। এ দেশে পাখিটি বেশ বিরল। এর আগে দেখা দিয়েছে পাঁচ থেকে ছয়বার। এই প্রজাতি উত্তর-পূর্ব সাইবেরিয়ায় প্রজননকাল সম্পন্ন করে বলে জেনেছি। শীত কালে একে দেখা যায় এশিয়ার বিভিন্ন দেশে। পাখির ছবি তোলেন এমন মানুষেরা ভিড় করেছিলেন পার্কে। আমিও এসেছিলাম রাজশাহী থেকে। ছবি দেখে লোভ সামলাতে পারিনি কাছ থেকে দেখার। আর যখন দেখা পেলাম ক্যামেরা বন্দী করে রাখলাম। বুকটা যেন কমলা। আর গায়ের রং রুপার মতো। যে তুড়ুৎ ফুড়ুৎ করে উড়ে যায় ক্যামেরা বন্দী করাই তো মুশকিল! কে জানে আবার কবে দেখব এই অনিন্দ্য সুন্দর দুরন্ত পাখিটাকে।
শীতের সময় এশিয়ার বিভিন্ন দেশে পাখিটিকে দেখা যায়
এই পাখি উত্তর-পূর্ব সাইবেরিয়ায় প্রজননকাল সম্পন্ন করে
গায়ের রং রুপালি তবে বুকের অংশটি কমলা