চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে পেনাল্টি মিস করেন কিলিয়ান এমবাপ্পে। কামব্যাকের সুযোগ পেয়েও হারানো রিয়াল মাদ্রিদ ম্যাচটি হেরে মাঠ ছাড়ে। এবার লিগে পেনাল্টি মিস করলেন ফ্রান্সম্যান। অ্যাথলেটিক ক্লাবের কাছে ২-১ গোলে হারল রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে বেশ দাপট নিয়ে খেলতে থাকে অ্যাথলেটিক ক্লাব। তবে প্রথমার্ধে গোল পায়নি কোন গল। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে গোল পেয়ে যায় দলটি। স্ট্রাইকার অ্যালেজান্দার রেমিরো গোল করেন। ৬৮ মিনিটে পেনাল্টি পায় লস ব্লাঙ্কোসরা। বিলবাও গোলরক্ষক আগিরিজাবালাগা বল বিপদমুক্ত করতে রিয়াল ডিফেন্ডার রুডিগারকে পাঞ্চ করে বসেন। কিন্তু পেনাল্টিতা মিস করেন বার্নাব্যুতে পা রেখে কিছুটা খারাপ সময় পার করা এমবাপ্পে।
তবে জুড বেলিংহাম ৭৮ মিনিটে দলকে সমতায় ফেরান। এতোদিন পিছিয়ে থেকে দারুণ সব ক্যামব্যাক দেখিয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল। অথচ এবার সমতাসূচক গোলের একটু পরেই গোল খেয়ে বসে গত মৌসুমের লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটা। ৮০ মিনিটে অ্যাথলেটিকের গোর্কো গুরুজেতা গোল করেন।
ভুলটা ছিল রিয়াল মিডফিল্ডার ফেদে ভালভার্দের। তার ভুলের কারণে দল হেরে যাওয়ায় মাঠেই কেঁদে ফেলেন উরুগুইয়ান মিডফিল্ডার। দারুণ এই জয়ে রেকর্ড গড়েছে অ্যাথলেটিক ক্লাব। ২০১৫ সালের ৭ মার্চের পর রিয়ালের বিপক্ষে প্রথম জয় পেয়েছে লা লিগার ক্লাবটি। মধ্যে গেছে ১৮ ম্যাচ।