সর্বশেষ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস
রাকসুর চূড়ান্ত বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়
মেট্রোরেলের র‍্যাপিড পাসও আমলাতান্ত্রিক জটিলতায়, ভোগান্তি যাত্রীদের
নারী বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান
৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আইন উপদেষ্টা
১০ বছরের গবেষণায় ভাতেও পাওয়া গেছে আর্সেনিক, বিজ্ঞানীদের সতর্কবার্তা

প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় ম্যাচেই চ্যাম্পিয়ন–রানার্সআপ মুখোমুখি

স্পোর্টস ডেস্ক

মোহামেডান কোচ আলফাজ আহমেদের কণ্ঠে অভিযোগের সুর, ‘লিগের দ্বিতীয় ম্যাচেই লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে ম্যাচ কীভাবে হয়!’ আজ কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে রানার্সআপ মোহামেডান। সাদাকালোদের কোচের বিরক্তি এটি নিয়েই, ‘সব সময় দেখে এসেছি, লিগের দুই সেরা দলের ম্যাচ শেষের দিকে হয়, এবার দ্বিতীয় ম্যাচেই বসুন্ধরা কিংসের বিপক্ষে নামতে হচ্ছে। সূচি তৈরির সময় লিগ ম্যানেজমেন্ট কমিটি কোনো ক্লাবের সঙ্গে বসেছিল কিনা জানি না। শুনেছি, এই সূচি নাকি সফটওয়্যার জেনারেটেড।’

আরও পড়ুন: থাইল্যান্ডকে হারিয়ে প্রথমবার হকির বিশ্বকাপে বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচেই কিংসের বিপক্ষে খেলা নিয়ে আলফাজের অস্বস্তির ব্যাপারটি স্পষ্টই। এমনিতেই প্রিমিয়ার লিগে কিংসের বিপক্ষে রেকর্ড একেবারেই ভালো নয় মোহামেডানের। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত প্রিমিয়ার লিগে ১০ বার কিংসের মুখোমুখি হয়েছে মোহামেডান। হার ৬ ম্যাচে, জয় দুই ম্যাচে, ড্র দুটি। হার বেশি বড় উপলক্ষের ম্যাচেও। স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ, চ্যালেঞ্জ কাপের ফাইনালে জয়ী দলের নাম কিংসই। সর্বশেষ গত মাসে চ্যালেঞ্জ কাপে হেরেছে মোহামেডান। যার রেশ এখনো মুছে যায়নি বলেই লিগের শুরুতেই কিংসের বিপক্ষে ম্যাচ মোহামেডান কোচের অস্বস্তি।

আরও পড়ুন: আইরিশদের দেওয়া একের পর এক সুযোগ নিতে পারল না বাংলাদেশ

অবশ্য আলফাজ কুমিল্লার মাঠের ম্যাচটিকে সুযোগ হিসেবেও দেখছেন আলফাজ, ‘কুমিল্লার মাঠে একটা ফিফটি–ফিফটি ব্যাপার থাকবে। যেহেতু মাঠের অবস্থা ভালো না। আমরা ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রথম ম্যাচটা গাজীপুরে খেলেছি, ওই মাঠের চেয়ে আমার কাছে কুমিল্লার মাঠ ভালো মনে হয়েছে। সমস্যা শুধু মাঝখানের ক্রিকেট পিচটাই। চ্যালেঞ্জ কাপের ফাইনালে করা ভুলগুলো শুধরেই মাঠে নামব আমরা।’

কিংসের অধিনায়ক তপু বর্মণ এই মাঠেই ফেডারেশন কাপের প্রথম ম্যাচে গোল করে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষ দলকে জিতিয়েছেন। তাঁর কাছে মোহামেডান ম্যাচ পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার একটি সুযোগই, ‘আমরা কিছু দিন আগেই মোহামেডানকে হারিয়েছি। কুমিল্লার মাঠে একটি ম্যাচ খেলে অভিজ্ঞতাও অর্জন করেছি। ম্যাচটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আমরা জিতব আশা করছি।’

ফেডারেশন কাপে ব্রাদার্সের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন রাকিব হোসেন ও সাদউদ্দিন। রাকিবকে তো অ্যাম্বুলেন্সে করে হাসপাতালেও নিতে হয়েছিল। তবে তপু জানান, রাকিব বা সাদউদ্দিন কারও চোটই গুরুতর কিছু নয়। দুজনই পুরোপুরি সুস্থ। আজ মোহামেডানের বিপক্ষে তাঁরা দুজনই খেলবেন।

লিগে নিজেদের প্রথম ম্যাচে গত শুক্রবার কিংস, মোহামেডান—দুই দলই বড় জয় পেয়েছে। কিংস চট্টগ্রাম আবাহনীকে ৭–০ আর মোহামেডান ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে জিতেছে ৬–০ গোলে। আজ কুমিল্লায় কোনো দলই হেরে লিগ টেবিলে পিছিয়ে পড়তে চাইবে না নিশ্চয়ই।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ