নিজেদের তৈরি নতুন জেনারেটিভ এআই ভিডিও মডেল ‘ভিও’ উন্মুক্ত করেছে গুগল। বার্তা বা ছবি থেকে প্রম্পটের মাধ্যমে উচ্চ রেজল্যুশনের সিনেম্যাটিক ভিডিও তৈরি করা যাবে এআই মডেলটিতে। ১০৮০পি রেজল্যুশনের ভিডিও তৈরির সুযোগ থাকায় মডেলটি কাজে লাগিয়ে সহজেই নিজেদের পণ্যের প্রচারণামূলক বিজ্ঞাপন তৈরি করতে পারবে বিভিন্ন প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে গুগলের ভার্টেক্স এআই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহার করা যাবে মডেলটি।
গুগলের তথ্যমতে, ভিও এআই মডেলটি এক মিনিটের বেশি দৈর্ঘ্যের ভিডিও তৈরি করতে পারে। মডেলটির মাধ্যমে তৈরি কৃত্রিম ভিডিও এতটাই নিখুঁত হয় যে সাধারণ চোখে এগুলোকে এআই দিয়ে তৈরি ভিডিও বলে শনাক্ত করা প্রায় অসম্ভব। আর তাই প্রতিটি ভিডিওতে ডিপমাইন্ডের সিন্থআইডি প্রযুক্তির ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত করা হবে, যা ভুল তথ্য ছড়ানোর ঝুঁকি কমাতে সাহায্য করবে।
বাজার বিশ্লেষকদের তথ্যমতে, গুগলের ভিও উন্মুক্ত করার ফলে এআই ভিডিও মডেল তৈরির প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের মধ্যে তাদের এআই ভিডিও মডেল ‘সোরা’ বাজারে আনার ঘোষণা দিয়েছিল। ইতিমধ্যেই কোকাকোলা হলিডে ক্যাম্পেইনের মতো বিজ্ঞাপনে এআই দিয়ে তৈরি ভিডিওর ব্যবহার শুরু হয়েছে।
সূত্র: দা ভার্জ