আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দেবে বিএনপির ৩ সংগঠন।
পদযাত্রায় অংশ নিতে দলটির তিন অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে জমায়েত হতে শুরু করেছে।
রোববার সকাল ৯টার পর কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। রাজধানীর বিভিন্ন অংশ থেকে ছোট ছোট মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা নয়াপল্টনে উপস্থিত হয়। এ সময়য় তারা ভারত বয়কট করার আহ্বান জানিয়ে স্লোগান দেয়। পদযাত্রায় অংশ নেওয়ার জন্য দলের প্রধান কার্যালয়ের বিভিন্ন অংশের কাছে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
আরও পড়ুন: সব মানুষ একত্র হয়েছিল বলেই স্বৈরাচার বিদায় নিয়েছে: তারেক রহমান
এর আগে শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজকের কর্মসূচি নিয়ে তিন সংগঠনের নেতারা বৈঠক করেন। সূত্র জানায়, বৈঠকে পদযাত্রা ও স্মারকলিপির পর একই ইস্যুতে ভারতের আগরতলার এপারে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত লংমার্চ করার সিদ্ধান্ত নিয়েছে। তা ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত করা হতে পারে। লংমার্চ কর্মসূচির সম্ভাব্য দিন ১১ ডিসেম্বর (বুধবার) নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে সংগঠনের নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাতে ভার্চুয়ালি কথা বলেছেন। আজ-কালের মধ্যে লংমার্চের চূড়ান্ত তারিখ জানানো হবে বলে যুব ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিশ্চিত করেছেন। তারা আরও বলেছেন, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কারণে এর আগেই তারা লংমার্চ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টি চূড়ান্ত করবেন।
আরও পড়ুন: কঞ্চিবাড়ীকে উপজেলা বাস্তবায়নের দাবিতে সুধী সমাবেশ
আজকের পদযাত্রা ও স্মারকলিপির বিষয়ে বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যৌথ উদ্যোগে আজ নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হবে।