বলিউড মানেই গ্ল্যামার। আবার কিছু নন গ্ল্যামারাস চরিত্রে ছাপ ফেলে যান অনেক অভিনয়শিল্পী এখানে। আমির খানের স্মরণীয় বায়োগ্রাফি সিনেমা দঙ্গল এ কুস্তিগীর গীতা ফোগাতের ভূমিকায় এমন এক চরিত্রে রূপদান করেছেন বলিউড সুন্দরী ফাতিমা সানা শেখ। ২০১৬ সালে এই সিনেমা দিয়েই লাইমলাইটে আসেন এই মেধাবী অভিনেত্রী। এরপর ডার্ক কমেডি লুডো থেকে শুরু করে হালের আরেক সাড়া জাগানো বায়োগ্রাফি সিনেমা স্যাম বাহাদুর এ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ৩২ বছর বয়সী এই কাশ্মীরি সুন্দরীর মাঝে আছে এক অন্যরকম আবেদনময়তা। আর কুস্তিগীরের ইমেজ ভেঙে এখন তিনি গ্ল্যামার সূচকে যেন দিন দিন স্কোর বাড়িয়েই চলেছেন। চলুন তবে ফাতিমার কিছু গ্ল্যামারস লুক দেখে নিই ইন্সটাগ্রামে ঢুঁ মেরে।
লাল সিকুইনের নুডল স্ট্র্যাপের ব্লাউজের সঙ্গে সিকুইন বর্ডারের লাল শিয়ার ফেব্রিকের শাড়িতে গ্ল্যামারাস ফাতিমা
ব্যাকলেস ডিজাইনে স্ট্রিপ আর ট্যাসেলের ব্যবহার দেখা যাচ্ছে। আকর্ষণীয় ব্রালেটের সঙ্গে ফাতিমা পরেছেন সাদা ঢোলা প্যান্ট।
সাদা স্লিভলেস টপ আর স্লিট দেওয়া কালো পেনসিল স্কার্টে ফাতিমা
এই কাশ্মীরি সুন্দরীকে শাড়িতে দারুণ মানায়। এখানে স্লিভলেস গভীর নেকলাইনের ব্লাউজের সঙ্গে সাদা শাড়ি পরেছেন তিনি
সাদা টপ আর জিন্সের ক্যাজুয়াআল লুকেও আকর্ষণ ছড়াচ্ছেন তিনি
স্ট্রেট করা চুলের স্লিক স্টাইলের সঙ্গে কালো স্লিভলেস টপ আর ম্যাচিং স্লিট স্কার্টে গ্ল্যামার ছড়াচ্ছেন ফাতিমা
করসেট স্টাইলে আবেদনময়ী লাগছেন তিনি এখানে
বো ডিটেইলিং দেওয়া ব্যাকলেস ও স্লিভলেস কালো ব্লাউজের সঙ্গে রেট্রো আমেজের সাদাকালো শিফল শাড়ি পরেছেন এই অভিনেত্রী
নজরকাড়া নীল ওয়ান শোল্ডার গাউনে গ্ল্যামারাস লাগছে তাঁকে
এমন সাদামাটা শাড়ির সাজেও সমান আবেদনময়ী ফাতিমা
এখানে এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্লিভলেস ডিপনেক সাদা বডিকল মিনিড্রেসে
ছবি: ফাতিমা সানা শেখের ইন্সটাগ্রাম