সাদা রঙের আবেদনই আলাদা। একই সঙ্গে চোখ জুড়ায় আর আবেদন ছড়ায় শ্বেতশুভ্র সাজ। আর সাদা মানেই যে সাদামাটা তা কিন্তু নয়। অভিনেত্রী আশনা হাবিব ভাবনার নতুন লুকের সাদা শাড়ির সাজ কিন্তু সে কথাই বলছে। এমনিতে সাদা ভাবনার খুব প্রিয় রং। তাই তো এই লুকের ক্যাপশনে লিখেছেন নিজের ভেতরের এঞ্জেলটির সঙ্গে মিলিয়ে সাদা পরতে খুব স্বচ্ছন্দ বোধ করে তিনি। ভাবনাকে প্রায়ই দেখা যায় ডিজাইনার বোন অনন্যা অদিতির নানা নজরকাড়া পোশাকে। তাঁরই ডিজাইন করা এই জর্জেটের সাদা শাড়ির গ্ল্যামারাস লুকে ভাবনার সাজের কিছু ঝলক দেখে নিই চলুন এবারে।
সাদা জর্জেটের শাড়িতে শ্বেতশুভ্র লুকে আশনা হাবিব ভাবনা
বোন অনন্যা অদিতি একজন নবীন ডিজাইনার। তাঁরই ডিজাইন করা সাদা শাড়ি পরেছেন ভাবনা। সঙ্গে সাদা ম্যাচিং ব্লাউজে রূপালি এমবেলিশমেন্ট
কার্ভড লেসের বর্ডার দেওয়া হয়েছে চোখজুড়ানো সাদা শাড়িটিতে
ডিপনেক ডিজাইনের ব্লাউজে আবেদন বেড়েছে পুরো লুকে
সাদা শাড়ির সঙ্গে লাল-সাদা পাথরের ফ্যাশন জুয়েলারি পরেছেন ভাবনা কানে ও গলায়। হাতে আংটি রয়েছে শুধু।
ঘন এক্সটেন্ডেড আইল্যাশ আর সেমি স্মোকি আই মেকআপ দারুণ মানিয়েছে এই লুকের সঙ্গে
খুলে রাখা চুলে অত্যন্ত মোহনীয় লাগছেন ভাবনা
সফট গ্ল্যাম ফিনিশের মেকওভারে গালে হালকা ব্লাশের ছোঁয়া। ঠোঁটে সেমি ম্যাট ন্যুড শেডের লিপকালার দেখা যাচ্ছে ভাবনার সাজে।
ছবি: আশনা হাবিব ভাবনা