সর্বশেষ
অ্যাটকোর নতুন মহাসচিব হলেন একুশে টিভির আব্দুস সালাম
একই বাসে মাঠে যাওয়া, হ্যান্ডশেক কোলাকুলিতে উচ্ছ্বসিত ভারত-পাকিস্তান
‘ওরা টেস্ট ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে’
আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থকদের রাজনৈতিক অধিকার রয়েছে : নুরুল হক নুর
বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যতে আরও একটি ধাক্কা?
শেখ হাসিনার সাজার রায় আন্তর্জাতিক গণমাধ্যমে
বিবাহবার্ষিকীর দিনে ফাঁসির রায় পেলো শেখ হাসিনা
অন্তর্বর্তী সরকারের বিবৃতি: হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় ঐতিহাসিক 
৩২ নম্বরে আনা বুলডোজার ফেলে পালিয়েছে চালক
রায়ের প্রতিক্রিয়ায় যা জানাল আ.লীগ
জকসুতে ছাত্রদলের প্যানেলকে ‘ভাড়াটিয়া’ আখ্যা দিয়ে বিক্ষোভ
‘ব্যাংক লুটের টাকায় ককটেল কিনছে আ.লীগ’
দুটি অপরাধে হাসিনার মৃত্যুদণ্ড, একটিতে আমৃত্যু কারাদণ্ড
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে টিএসসিতে মিষ্টি বিতরণ
হাসিনার ফাঁসির রায়, ট্রাইব্যুনালের সামনে জনতার উল্লাস

অবশেষে সেই গায়ককে বিয়ে করলেন সোহিনী

অনলাইন ডেস্ক

সব জল্পনার অবসান ঘটিয়ে প্রেমিককে বিয়ে করলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী সোহিনী সরকার। সোমবার (১৫ জুলাই) বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহিনী ও গায়ক শোভন গাঙ্গুলি।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার এক রাজবাড়িতে আইনিভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন শোভন-সোহিনী। গত ১৪ জুলাই ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে সেখানে পৌঁছে যান তারা। ১৫ জুলাই চার হাত এক হয় টলিপাড়ার চর্চিত এই যুগলের।

সোহিনী সরকার তার ফেসবুকে বেশ কিছু বিয়ের ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, সোহিনীর পরনে বেনারসি। মাথায় টিকলি, খোপায় ফুল। গলায় সোনার হার। অন্যদিকে শোভনের সাদা সিল্কের ধুতি-পাঞ্জাবিতে সেজেছেন শোভন। এ ছবির ক্যাপশনে সোহিনী লেখেন— ‘দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে।’

মডেল-অভিনেতা রণজয়ের সঙ্গে লিভ-ইন সম্পর্কের ইতি টানার পর গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়ান সোহিনী সরকার। কয়েক মাস আগে গুঞ্জন রটেছিল, বিদেশে ছুটি কাটাতে গিয়ে বাগদান সেরেছেন এই যুগল। যদিও এই গুঞ্জন ‘মিথ্যা’ বলে দাবি করেন সোহিনী।

এদিকে, বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল, সোহিনী অভিনীত ‘অথৈ’ মুক্তির (১৪ জুন) একমাস পরই শোভনের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এ নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে প্রশ্নের মুখে পড়েছিলেন সোহিনী। জবাবে এ অভিনেত্রী বলেছিলেন, ‘বিয়েটা হলে হবে আর কী। তবে বিয়ে হলে বিয়ের প্রিমিয়ার হবে না।’ সব হেঁয়ালি ছেড়ে এবার প্রিয় মানুষের গলায় মালা পরালেন এই অভিনেত্রী।

২০০৬ সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন সোহিনী সরকার। তারপর ‘ওগো বধূ সুন্দরী’, ‘অদ্বিতীয়া’, ‘ভূমিকন্যা’ ধারাবাহিকে অভিনয় করেন। তবে ২০১১ সালে ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন তিনি।

২০১৩ সালে ‘রূপকথা নয়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সোহিনী সরকারের। একই বছর ‘ফড়িং’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। এক বছরের বিরতি নিয়ে ‘ওপেন টি বায়োস্কোপ’ সিনেমায় অভিনয় করেও খ্যাতি কুড়ান।

তারপর ‘রাজকাহিনী’, ‘হর হর ব্যোমকেশ’, ‘বিবাহ ডায়েরিজ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। ২০১৯ সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন এই নায়িকা। বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।

বিনোদন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ