বলিউডে সদ্যই পা দিয়েছেন দক্ষিণি সুন্দরী প্রজ্ঞা জয়সওয়াল। তবে এর আগে সাউথের ছবিতে অভিনয় করেও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এছাড়া নামকরা সব মেকআপ ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেছেন তিনি। মডেলিং জগতেও প্রজ্ঞার সুনাম তুঙ্গে। আলাদা করে বলতে হলে অভিনেত্রীর লাস্যময়ী রূপ আর অনবদ্য ফ্যাশন সেন্স যে কাউকেই মুগ্ধ করবে। একজন সত্যিকারের ফ্যাশনিস্তা তিনি। তাই ভক্তরাও অপেক্ষায় থাকেন প্রিয় তারকার সাজপোশাক সম্পর্কে জানতে। তেমনই কিছু লুকের আদ্যোপান্ত জেনে আসি চলুন
সুইটহার্ট নেকলাইনের লাল ফুলস্লিভ বডিকন ড্রেস পরেছেন অভিনেত্রী
পার্লকোর লুকে ফ্রেমবন্দী হয়েছেন প্রজ্ঞা। লেহেঙ্গা থেকে জুয়েলারি—সবটাই মুক্তা দিয়ে সজ্জিত
সবুজ রঙের স্ট্রেপলেস মিনি ড্রেসে আবেদন ছড়াচ্ছেন নায়িকা
স্যাটিন ফেব্রিকের হলুদ গাউনটির অন্যতম আকর্ষণ এর হল্টার নেকলাইন ও ব্যাকলেস ডিজাইন
অল ব্ল্যাক লুকে যেন দ্যুতি ছড়াচ্ছেন এই দক্ষিণি রূপসী
সবুজ লেহেঙ্গার এথনিক লুকেও তিনি কম যান না
আকাশি নীল অফ শোল্ডার মিনি ড্রেসে খাঁটি ফ্যাশনিস্তা তিনি
আইভরি রঙের স্যুটের সঙ্গে লেয়ার নেকপিস বেছে নিয়েছেন অভিনেত্রী
কালো রঙের ফিউশন টপ আর বটমে অন্য রকম লাগছে অভিনেত্রীকে
সিকুইন সজ্জিত সাইড স্লিট গাউনের আকর্ষণ ছড়ানো লুকে
অফ শোল্ডার মিনি ড্রেসে শুভ্রতার ছোঁয়া
স্ট্রেপলেস লাল গাউন পরেছেন তিনি এই লুকে। গাউনে ফুটে উঠেছে ফ্লোরাল নকশা। ম্যাচিং হাই হিল আর রেড লিপস নজর কাড়ছে
আর্মি গ্রিন মিনি ড্রেসের সঙ্গে মানানসই হিল পরেছেন তিনি
ন্যুড রঙা শার্ট আর বটমের সঙ্গে আলাদাভাবে আকর্ষণ কাড়ছে টাইগার প্রিন্টের ব্রালেট
ডেনিম অন ডেনিম লুকে জায়গা করে নিয়েছে লাল ব্রালেট
নীল-সাদা ডুয়েল টোনের শার্ট ড্রেসে স্নিগ্ধ প্রজ্ঞা
ডেনিমের কাটআউট ড্রেসটি সুন্দর মানিয়েছে তাঁকে। ক্রপ জ্যাকেটের সঙ্গে মিনি স্কার্ট জুটি বেঁধেছে যেন। শোভা বাড়িয়েছে চোখে পরা স্কয়ার শেপের গোলাপি সানগ্লাসটি
স্লিভলেস ব্লাউজের সঙ্গে স্ট্রাইপ নকশার শাড়িতে ফ্রেমবন্দী নায়িকা