সর্বশেষ
ভারতের কঠোর পদক্ষেপ, জবাব দিতে প্রস্তুতি পাকিস্তান
শিক্ষার্থীদের জন্য গুগলের ফ্রি এআই প্রিমিয়াম সেবা!
ইনশাআল্লাহ বলে তালাক দিলে কি তালাক হবে?
নবজাতকের গোড়ালির রক্ত পরীক্ষায় ধরা পড়বে ভবিষ্যতের রোগ
জটিল প্রকৃতির যৌনরোগ নির্মূলে বাজারে আসছে নতুন ওষুধ
বইপড়ুয়াদের আয়ু বেশি হয়, জানতেন?
এই স্টাইলিশ দক্ষিণি ডিভাকে চেনেন কি, দেখে নিন তাঁর এক ডজন লুক
পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতা
কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে ইবি শিক্ষার্থীদের অনশন
বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চলছে: তারেক রহমান
গণঅধিকার পরিষদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক
সিনিয়র অফিসার পদে লোক নেবে বিকাশ
সরকার না সরালে পদত্যাগ করব না: কুয়েট ভিসি
পহেলগাঁওকাণ্ডে হৃদয় ভেঙে গেছে বলিউড তারকাদের
প্রধান উপদেষ্টাকে সাবধানে থাকার পরামর্শ মির্জা আব্বাসের

পাহাড়েও জেঁকে বসেছে শীত, দেখা মিলছে না সূর্যের

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। সমতল কি পাহাড়ি অঞ্চল, সর্বত্র এখন শীতের ডাক। রাতের কুয়াশার আবরণ আর সকালের শিশিরবিন্দু দেখে আপ্লুত হন অনেকে। দিনভর কিছুটা গরম থাকলেও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত দেখা দিচ্ছে ঘন কুয়াশা।

মূল শহরে শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হলেও পাহাড়ি গ্রামগুলোতে বেশ জাকিয়ে পড়ছে শীত। দিনের অর্ধেক পার হয়ে গেলেও অনেক জায়গায় মিলছে না সূর্যের দেখা। পাশাপাশি কুয়াশার আধিক্যও রয়েছে বেশ। শীতের প্রভাবে প্রায় জবুথবু অনেক পাহাড়ি জনপদ।

শীতের সকাল যত আরামের তার চেয়ে দ্বিগুণ কষ্ট নিয়ে হাজির হয়েছে খেটে খাওয়া মানুষের জীবনে। ভোরের আলো ফুটতেই জীবিকার টানে শ্রমজীবী মানুষের বাইরে ছুটে চলা। কেউ হুক্কায় টান দিয়ে কিংবা চা খেয়ে কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন কুয়াশামাখা সকালে। শিশিরভেজা মাঠে কেউ দিচ্ছেন কোদালের কোপ আবার কেউ জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।

শহরের কুতুকছড়ি এলাকার বাসিন্দা নয়ন চাকমা বলেন, ‘একপ্রকার বাধ্য হয়েই সকালে বের হতে হয় আমাদের। কারণ আমরা খেটে খাওয়া মানুষ, কাজ করলে তবেই পেটে ভাত জুটে।’

পাহাড়ের আরেক বাসিন্দা বলেন, ‘পাহাড়ি এলাকাগুলোতে শীত একটু বেশিই পড়ছে। কিন্তু জীবিকার তাগিদে বের হতে হচ্ছে। বাচ্চাকে প্রাইভেটে দিয়ে তারপর জমিতে যাব কাজ করতে।’

সরেজমিনে দেখা যায়, শীতকে সঙ্গী করে পাহাড়ি রমনীরা সকালে হাটে যাওয়ার উদ্দেশে পিঠে বাঁশের ঝুড়িতে কৃষিপণ্য নিয়ে গ্রামের পথ পাড়ি দিচ্ছেন। কুয়াশামাখা সকালে রাস্তার পাশে বসে পড়েছেন কলাসহ নানান কৃষিপণ্য বিক্রির জন্য। জীবন যেন থেমে থাকার নয়। শীতের এই সকালে বাংলার চিরায়ত ঐতিহ্য পিঠা খাওয়ার দৃশ্য পাহাড়ি এই অঞ্চলেও ধরা দেয়।

রাঙামাটি আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, রাঙামাটিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার ক্যা চি নু মারমা বলেন, রাঙামাটিতে শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত তাপমাত্রা সবচেয়ে কম থাকে। এলাকাভেদে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলছে। তবে কুয়াশার স্থায়িত্ব বেশি নয়।

আগামীতে তীব্র কুয়াশা না পড়লেও পাহাড়ি এলাকাগুলোতে শীতের তীব্রতা কিছুটা বাড়বে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ