এখন বিয়ের মৌসুম চলছে জোরেশোরে। আর বিয়ে মানেই বউয়ের সাজ। এখন ব্রাইডাল লুক নিয়ে বেশ নিরীক্ষা করা হয়। লাল টুকটুকে বউ সাজতে ভালোবাসেন অনেকে। আবার অনেক বউ বেছে নেন প্যাস্টেল শেডের সাজপোশাক। শাড়ির সঙ্গে সঙ্গে লেহেঙ্গা আর সালওয়ার কামিজেও ব্রাইডাল লুক হতে পারে। এ সময়ে বেশ জনপ্রিয়তা পাওয়া বিউটি স্যালন আকলিমাস বিউটি পার্লারের সাজে প্রায়ই দেখা যাচ্ছে তারকাদেরকে। আর সম্প্রতি দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীকে এই বিউটি স্যালনের সাজে চোখজুড়ানো ব্রাইডাল লুকে দেখা যাচ্ছে। নজরকাড়া এই লুকটি সামাজিক মাধ্যমে এখন রীতিমতো ভাইরাল। চলুন তবে ইন্সটাগ্রাম থেকে এই সাজের কিছু ঝলক দেখে নিই।
অফ হোয়াইটে নিখুঁত সোনালি জরী-চুমকি ও জারদৌসির কাজ করা এই সালওয়ার-কামিজ ও ওড়নার সেটটি দেশের সুপরিচিত ফ্যাশন লেবেল আনজারা থেকে নেওয়া। শিয়ার ফেব্রিকের পোশাকে ওড়নাটি তৈরি করা হয়েছে নেট দিয়ে।
আকলিমা’স বিউটি পার্লারের সফট গ্ল্যাম সাজে অপরূপা লাগছেন বুবলী। লালচে কমলা লিপকালার, ঘন আইল্যাশ আর বাইরের দিকে স্মোকি ফিনিশের আইলাইন খুব মানিয়েছে এই অভিনেত্রীকে। চোখের শিমারি আইশ্যাডো আর লেন্স এনেছে নাটকীয়তা
টিকলি, রতনচূড়সহ নজরকাড়া গয়নাগুলো রয়েল রুবিজ-এর। চোকার আর দুল খুব বড় পরেন নি এখানে বুবুলী। কুন্দন, সবুজ পাথর ও মুক্তার ব্যবহার দেখা যাচ্ছে গয়নায়। নজর কাড়ছে টানা নথ
কৃত্রিম ফুলের গয়নার ব্যবহার পুরো সাজে এসেছে অন্যরকম স্নিগ্ধ আমেজ। সব মিলিয়ে বুবলীর এই ব্রাইডাল লুক চোখ জুড়াচ্ছে সকলের
ছবি: বুবলীর ফেসবুক
পোশাক: আনজারা
মেক ওভার: আকলিমা খান (আকলিমা’স বিউটি পার্লার)
কোরিওগ্রাফি: গৌতম সাহা
গয়না: রয়েল রুবিস