গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে জেলা শহরের ফকিরপাড়া মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা। তিনি বলেন, ‘জীমের বিরুদ্ধে মামলা থাকার কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
গ্রেপ্তারের বিষয়ে জীমের ছোট ভাই খন্দকার আল আমিন বলেন, ‘গতকাল রাত থেকেই পুলিশ বাসার চারদিকে ঘুরছিল। বাস টার্মিনাল থেকে বাসায় ঢোকার সময় ফকির পাড়া মোড় থেকে জীমকে পুলিশ আটক করে নিয়ে গেছে।