সর্বশেষ
বিচার না হলে জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না : জামায়াতের আমির
ইন্টারনেট ব্যবহারকারীরা সুখবর পেতে যাচ্ছেন!
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
ট্রাম্প-মোদি-শি এসে কিছু করে দিয়ে যাবে না : মির্জা ফখরুল
একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা বিকেলে
এআই সাংবাদিকতার স্থান নিতে পারবে না: ইতালীয় সংবাদপত্রের সম্পাদক
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হলেন মুহাম্মদ আবু আবিদ
চা-বাগান জ্বলছে খরায় 
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী
আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ
আরএসএস প্রচারকরা বিয়ে করেন না, সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও
হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বিসিআইসিতে বিশাল নিয়োগ, আবেদন করুন দ্রুত

ফেসবুকে ইনষ্টাগ্রাম রিলস শেয়ার করবেন যেভাবে

অনলাইন ডেস্ক

ইনষ্টাগ্রামে জনপ্রিয় ফিচার হলো রিলস। এই ধরনের ছোট ভিডিওগুলো ফলোয়ারদের মনোযোগ আকর্ষণ করে। এগুলো সহজে তৈরি করা যায় ও ফেসবুকে শেয়ারও করা যায়। ফলে ফেসবুকের জন্য আলাদাভাবে একই ভিডিও তৈরি করতে হয় না। ইনষ্টাগ্রামের রিলস ফেসবুকে শেয়ার করার জন্য অবশ্যই ফেসবুক ও ইনষ্টাগ্রাম আইডি লিংক করা থাকতে হবে। আইডি দুটি লিংক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১. ইনষ্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে ডান পাশে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. এরপর ডান দিকে ওপরের দিকে থাকা তিনটি অনুভূমিক লাইনের ট্যাপ করে সেিিটংস অ্যান্ড প্রাইভেসি পেজটি চালু করুন।
৪. ‘অ্যাকাউন্ট সেন্টর’ অপশনে ট্যাপ করুন।
৫. এরপর ‘প্রোফাইলস’ অপশনে ট্যাপ করুন।
৬. ‘অ্যাড অ্যাকাউন্ট’ বাটনে ট্যাপ করুন।
৭. ‘এড ফেসবুক অ্যাকাউন্ট’ অপশনটি নির্বাচন করুন।
৮. নিজের ফেসবুক অ্যাকাউন্টটি যুক্ত করুন।
এর ফলে ফেসবুক ও ইনষ্টাগ্রাম অ্যাকাউন্ট দুটি লিংক হবে।

একই সঙ্গে ইনষ্টাগ্রাম ও ফেসবুকে রিলস পোষ্ট করবেন যেভাবে

দুই উপায়ে ফেসবুকে ইনষ্টাগ্রামের রিলসগুলো শেয়ার করা যায়। এক পদ্ধতিতে ইনষ্টাগ্রামের রিলস পোষ্ট করার সময় ফেসবুকে পোষ্ট করার জন্য অনুমতি চাইবে প্ল্যাটফর্মটি। এভাবে শুধু নির্দিষ্ট রিলসগুলো ফেসবুকে পোষ্ট করেন ব্যবহারকারীরা। আরেকটি পদ্ধতিতে সব ইনষ্টাগ্রামের রিলস স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে পোষ্ট করা যায়।

নির্দিষ্ট ইনষ্টাগ্রাম রিলস ফেসবুকে পোষ্ট করবেন যেভাবে

১. ইনষ্টাগ্রামে একটি রিলস তৈরি করুন বা আপলোড করুন।
২. রিলসটি এডিট করুন।
৩. ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে স্ক্রল করুন ও শেয়ার বাটনে ট্যাপ করুন।
ফেসবুকে স্বয়ংক্রিয়ভাবে ইনষ্টাগ্রামের রিলস শেয়ার করার জন্য প্ল্যাটফর্মটির সেটিংসে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১. ইনষ্টাগ্রামের সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ট্যাপ করুন।
২. নিচের দিকে স্ক্রল করে ‘শেয়ারিং অ্যান্ড রিমিক্সেস’ অপশনে খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৩. `Sharing and recommending reels on Facebook’ অপশনে পাশের টগল বাটনে ট্যাপ
করে চালু করুন।

ইনষ্টাগ্রামে রিলস পোষ্ট করার পর ফেসবুকে শেয়ার করবেন যেভাবে

ইনষ্টাগ্রামে কোনো রিলস আপলোড করার পরও ফেসবুকে তা শেয়ার করার যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন-
১. পছন্দের রিলসটি চালু করুন।
২. শেয়ার আইকোনে (কাগজের প্লেনের মতো আইকোন) ট্যাপ করুন।
৩. ফেসবুক শেয়ার অপশনে ট্যাপ করুন।
৪. শেয়ার বাটনে ট্যাপ করুন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ