দুই বাংলায় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল তার সিনেমা ‘পেয়ারার সুবাস’। নয় মাস পর নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন তিনি। বিষয়টি জানিয়েছেন জয়া নিজেই। তিনি জানান, সরকারি অনুদানের সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ বিজয়ের মাসেই মুক্তি পাবে।
মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপট ঘিরে সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান। ফলে বিজয়ের মাসেই সিনেমাটি দর্শকের সামনে আনতে চান সিনেমা সংশ্লিষ্টরা।
রোববার ফেসবুকে জয়া লিখেছেন, “মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের এক জীবনের আখ্যানের নকশা তোলে নকশি কাঁথার জমিনে। বিজয়ের মাসে শিগগিরই আসছে প্রখ্যাত সাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত আকরাম খানের পরিচালনায় ‘নকশি কাঁথার জমিন।”
জানা গেছে, গত বছর সিনেমাটি সেন্সর পায়। পরে সময় নিয়ে সিনেমাটির মুক্তি দিতে চেয়েছিলেন সিনেমা সংশ্লিষ্টরা। এরপর জুলাইয়ের ছাত্র আন্দোলনের কারণে পিছিয়ে যায় সিনেমার মুক্তি।
আকরাম খান গণমাধ্যমকে বলেন,‘ আমার ইচ্ছা ছিল গত শুক্রবার সিনেমাটি রিলিজ দেওয়ার। কিন্তু শিডিউল পাইনি। এখন আমরা ২৭ ডিসেম্বর সিনেমাটির মুক্তি দিতে চাই। সেভাবেই সিনেমার পোস্টার রিলিজ দিয়ে গত শনিবার থেকে প্রচারণা শুরু করেছি। এখন নিয়মিত ট্রিজার, ট্রেলার ও সিনেমা দুটি গান রিলিজ দেব। সিনেমাটির প্রচারণা নিয়েই থাকব। যুদ্ধের সময়ের মানবিক গল্প এখানে তুলে ধরা হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে, সিনেমাটি দর্শকদের বিজয়ের মাসে দেখা দরকার।’
এর আগে ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয় সিনেমাটি। এছাড়া ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়েছিল।
সিনেমায় জয়া আহসান ছাড়াও তাঁর বোনের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি। আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতিসহ অনেকে।