‘কাজলরেখা’ সিনেমা দিয়ে লাইমলাইটে এসেছেন নতুন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। তবে এই ইমেজ থেকে বেরিয়ে প্রায়ই নানা গ্ল্যামারাস ও আবেদনময়ী লুকে দেখা দেন মন্দিরা এখন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঘুরতে গিয়েছেন এই সুন্দরী অভিনেত্রী। আর সেই স্বপ্নের নগরীর পথে পথে আকর্ষণীয় সব লুকে দেখা গেল মন্দিরাকে। কখনো দেশি আর কখনো বিদেশি সাজে নজর কাড়ছেন তিনি।
পাতা ঝরার দিনে ফিটেড হাই ওয়েস্ট জিনস, কালো পুরো হাতার টপ আর মানানসই স্টাইলিশ শেডসে মন্দিরা
নিউ ইয়র্কে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক পুরস্কার পেয়েছেন কাজলরেখার জন্য মন্দিরা। অনুষ্ঠানে সকলের চোখ ধাঁধিয়েছেন তিনি স্লিভলেস গভীর সুইটহার্ট নেকলাইনের কালো ড্রেসে। সঙ্গে পরেছেন স্টেটমেন্ট সার্পেন্ট নেকপিস, ব্রেসলেট ও আংটি
রঙিন ঝরাপাতার মাঝে মন্দিরার এই স্লিভলেস পিঠ খোলা ব্লাউজের সঙ্গে কালো-সোনালি দেশি কাতান শাড়ির লুক নজর কাড়ছে বেশ। বড় ঝুমকা, চোকার আর বালা পরেছেন তিনি সাদা পাথর দেওয়া
ম্যানহাটানের রাতের সৌন্দর্য উপভোগ করছেন মন্দিরা এনিমাল প্রিন্টের সাদাকালো ড্রেস আর চাংকি হিলের কালো বুটসে
ফুরফুরে সাদা স্লিভলেস ও গভীর চৌকো নেকলাইনের মিনিড্রেসে বেবিডল লুকে দারুণ মায়াবতী লাগছে মন্দিরাকে
ডিপ নেকলাইনের কালো অফ দ্য শোল্ডার ড্রেস, সোনালি বড় ফুলের ডিজাইনের স্টেটমেন্ট দুল, প্রাডা ব্যাগ আর লাল লিপকালার ও নেলকালারের গ্ল্যামারাস লুকে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে
কনকনে শীতে নরম উলের সাদা জ্যাকেটের ওমে ঢেকে মন্দিরা বড়দিনের সাজসজ্জা দেখছেন নিউ ইয়র্কের পথে পথে মন ভরে
ছবি: মন্দিরার ইন্সটাগ্রাম