ইনস্টাগ্রাম ঘুরে দেখা গেল, জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির আর মেহজাবীন চৌধুরীর রৌদ্রস্নাত স্থানে রোদেলা রূপ। এমন দিনে মিষ্টি রোদের কোনো তুলনা হয় না। রৌদ্রস্নাত স্থানে অবকাশযাপনেরও সুন্দর সময় এখন। ইনস্টাগ্রাম ঘুরে দেখা গেল, জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির আর মেহজাবীন চৌধুরীর রৌদ্রস্নাত স্থানে রোদেলা রূপ। আর এই সানকিসড রূপে তাঁদের সৌন্দর্য যেন বেড়ে গেছে কয়েক গুণ।
কাজের অবসরে সব তারকাই ছুটি কাটাতে যান দেশ-বিদেশের বিভিন্ন জায়গায়। আর কর্মব্যস্ত দিনগুলো থেকে মুক্তি পেয়ে একটু হাঁপ ছেড়ে বাঁচতে এ ক্ষেত্রে তাঁদের প্রথম পছন্দ থাকে প্রকৃতির কাছাকাছি থাকা। কখনো সমুদ্রসৈকত বা পাহাড়ে ঘুরতে যান তারকারা পরিবার বা বন্ধুদের নিয়ে, কখনো–বা একটু আরামে অবকাশযাপনের জন্য বেছে নেন বিলাসবহুল রিসোর্ট।
আরও পড়ুন: আর সংসারী হওয়ার ইচ্ছা নেই: শাবনূর
আবার বিদেশের কোনো বিখ্যাত পর্যটনস্থলেও যান ছুটি কাটাতে। তবে আজকাল এই সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে অবকাশের সময়ও তারকারা সব সময় থাকেন ক্যামেরা-রেডি। নিজেরাই নানা বিশেষ মুহূর্ত আর আকর্ষণীয় সব লুকের ছবি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। আর সে জন্য ভক্ত ও অনুরাগীরাও তাঁদের ইনস্টাগ্রাম ও ফেসবুকে উঁকি দিতে ভোলেন না।
সবার প্রিয় অভিনেত্রী সাফা কবিরকে হালকা মেকআপে সত্যিই মোহনীয় লাগে আর তিনি শুটিংয়ের প্রয়োজন ছাড়া ঠিক সেভাবেই থাকতে পছন্দ করেন।
চোখে রোদচশমা, নুডল স্ট্র্যাপ দেওয়া অফ দ্য শোল্ডার অফ হোয়াইট টপ আর নীল-সাদা বাটিকের ঢিলেঢালা পালাজ্জোতে আরামের অনুভূতি ফুটে উঠেছে। নিটেড ব্যাগটিতেও সমুদ্র-অবকাশের আমেজ। আর এ দেশের সমুদ্রসৈকতেই তোলা এই ছবিগুলো।
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আবার রৌদ্রস্নানের জন্য বেছে নিয়েছেন দূর দেশের সেই ক্যারিবীয় দ্বীপ বাহামাকে। হাতে কমলা রঙের হিমশীতল পানীয় আর পরনে দারুণ রংচঙে আরামদায়ক প্যান্ট ও উজ্জ্বল কমলা টি–শার্টে হাস্যোজ্জ্বল মেহজাবীন রয়েছেন পুরোপুরি অবকাশযাপনের মুডে। হঠাৎ দমকা হাওয়ার তোড় সামলাতে বুদ্ধিদীপ্ত লেয়ারিং দেখা যাচ্ছে পাতলা সাদা শার্টে। সানগ্লাসও রয়েছে সঙ্গে। রোদেলা রূপে একেবারেই ঝলমল করছেন তিনি।
ছবি: ইন্সটাগ্রাম