কোটা আন্দোলনে নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এসব ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। আন্দোলনের সুযোগ নিয়ে কিছু মহল উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় গণভবনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোটা আন্দোলন থেকে যে ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝড়ে গেলো। এ সময় তিনি নিহতদের আত্মার মাগফেরাত ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, কোটা আন্দোলনে এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই। এ ঘটনা কখনো কাম্য নয়। চট্টগ্রামে সন্ত্রাসীরা ছাত্রদের ছাদ থেকে নির্মমভাবে ফেলে দিয়েছে। অনেক শিক্ষার্থীকে লাঠিপেটাও করা হয়।