শেরপুরের নালিতাবাড়ীতে জবাবদিহিতা ও অংশগ্রহণ বৃদ্ধি করে মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ওই গণশুনানি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অংশগ্রহণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক নালিতাবাড়ীর সহসভাপতি মশিউর রহমান।
ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের, ডা. ফাহাদ রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, সনাক সদস্য আব্দুল ফাত্তাহ,সাদরুল আহসান মাসুম, রফিকুল ইসলাম ভুট্টু, সজল সাহা,নাজমুল হাসান জনি, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক, ইয়েস দলনেতা অভিজিৎ সাহা প্রমুখ।
ওইসময় উপস্থিত প্রায় দুইশতাধিক সেবাগ্রহীতার বিভিন্ন অভিযোগ ও প্রশ্নের জবাব দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।