সর্বশেষ
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আইন উপদেষ্টা
১০ বছরের গবেষণায় ভাতেও পাওয়া গেছে আর্সেনিক, বিজ্ঞানীদের সতর্কবার্তা
ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপি
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না: ডা. তাহের

অনলাইন ডেস্ক

ফ্যাসিস্টরা বিদায় হলে আর কখনো ক্ষমতায় ফিরে আসে না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফ্যাসিবাদ এখন বিদায় হয়ে গেছে।পতিত আওয়ামী লীগ বাংলাদেশে আর ক্ষমতায় আসতে পারবে না।

তিনি বলেন, তাই এখন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশার সরকার গঠন করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংস্কার করে সম্ভব হলে ২০২৫ সালের শেষে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. তাহের বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আমরা ক্ষমতায় এলে নাকি সংখ্যালঘুরা নিরাপদ থাকবে না। ভারতের মিডিয়া এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে চাই। জামায়াতে ইসলামীর আদর্শ হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সংখ্যালঘুরা আমাদের কাছে আমানত। জামায়াতে ইসলামী একটি আদর্শের প্ল্যাটফর্ম। আমরা মানুষের অধিকার ইজ্জত সম্মান নিরাপত্তা উন্নয়ন সেবা সবকিছু নিশ্চিত করবো। আমরা সন্ত্রাস চাঁদাবাজ ঘুস দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবো।

আরও পড়ুন: সাম্প্রদায়িক সম্প্রীতির ছবক দিতে আসবেন না, ভারতকে জামায়াত আমির

তিনি আরও বলেন, আমরা দেশে দক্ষ মেধাবী কর্মঠ যুবসমাজ গড়ে তুলতে চাই। কারণ যুব সমাজের মাধ্যমেই দেশের আমূল পরিবর্তন করা সম্ভব। যুব সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সেক্রেটারি মু. আইউব আলী ফরায়েজী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মু. মজিবুর রহমান ভুইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির মু. সাহাব উদ্দিন, কুমিল্লা মহানগর জামায়াতের আমির মাওলানা দ্বীন মোহাম্মদ, সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. জাহিমুল ইসলাম, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মু. ইয়াছিন আরাফাত, কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মু. জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রমুখ।

আরও পড়ুন: ‘জনশক্তি’ নিয়ে কোনো আলোচনা হয়নি: জাতীয় নাগরিক কমিটি

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ