সর্বশেষ
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আইন উপদেষ্টা
১০ বছরের গবেষণায় ভাতেও পাওয়া গেছে আর্সেনিক, বিজ্ঞানীদের সতর্কবার্তা
ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপি
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

বিএনপি ও সমমনাদের বৈঠক, আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। শনিবার (২১ ডিসেম্বর) বিকেল থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা এবং সমসাময়িক ইস্যুগুলোর ওপর আলোচনা হয়েছে। তবে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তিনি বলেন, যদি কোনো সিদ্ধান্ত আসে, আমরা পরবর্তীতে তা জানাবো। তিনি আরও বলেন, ১২ দলীয় জোট এবং বিএনপি এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করছে, এবং এর প্রয়োজনীয়তা এখনও শেষ হয়নি।

এদিকে, বৈঠক শেষে ১২ দলীয় জোটের প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানান, সামনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় কী ধরনের কর্মসূচি হতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এই বৈঠকের পর বিএনপির লিয়াজোঁ কমিটি জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি এবং লেবার পার্টির সঙ্গে পরবর্তী বৈঠক করবে। ধারণা করা হচ্ছে, এই বৈঠকগুলোতে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং পঞ্চদশ সংশোধনীর রায়ের পর গণভোট ব্যবস্থার পুনঃপ্রবর্তন নিয়ে আলোচনা হবে, যা সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে সহায়ক হবে।

আরও পড়ুন: সাদপন্থীদের আ.লীগের দোসর আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ