দেশিয় ফ্যাশন ব্র্যান্ড ওয়্যারহাউস হিম-ফিউশন কালেকশন সাজিয়েছে পশ্চিমা ঘরানার বৈচিত্র্যময় পোশাকে হিমেল হাওয়া বইতে শুরু করেছে। এদিকে ফ্যাশন হাউসগুলো বাহারি শীত সম্ভার নিয়ে হাজির হচ্ছে ফ্যাশনিস্তাদের সামনে। শীতে পশ্চিমা পোশাক যেন বেশি আরামদায়ক। তাই শীতে এ ধরনের পোশাকের চাহিদা থাকে সবচেয়ে বেশি । তাই এবারের শীত সংগ্রহে ব্লেজার সেট, কো-অর্ড, জ্যাকেট, জাম্পস্যুট আর ড্রেস রেখেছে ওয়্যারহাউস।
ব্লেজার সেট, কো-অর্ড, জ্যাকেট, জাম্পস্যুট আর ড্রেস রেখেছে ওয়্যারহাউস
আন্তর্জাতিক ট্রেন্ডে থাকা রং আর থিমেই এবারে তাঁদের শীত সংগ্রহ। বলা যায় ইউরোপের প্রকৃতিপ্রাণিত দৃশ্যপট উঠে এসেছে ডিজিটাল প্রিন্টে। বার্সেলোনা ও ভেনিসের ম্যাপও নজর কাড়ছে নকশায়। মিনিমাল ও স্টাইলিশ নকশাগুলো একই সঙ্গে সময়োপযোগী ও উৎসবধর্মী। প্রতিটি পোশাক মানিয়ে যাবে অফিসে,আড্ডাসহ যেকোনো অনুষ্ঠানেই। নীলের বিভিন্ন শেড আর মভ প্রাধান্য পেয়েছে ব্র্যান্ডটির এই হিম ফিউশন সংগ্রহে। এ ছাড়াও কালো, গোলাপি, সবুজের ব্যবহার চোখে পড়ছে । সুতি, ডেনিম ও কিছু সিনথেটিক কাপড়ে কাজ করেছেন তাঁরা। জামার দৈর্ঘ্য ও কাটের ক্ষেত্রে আমাদের দেশের ক্রেতাদের পছন্দকেই বরাবরের মতো প্রাধান্য দিয়েছে ওয়্যারহাউস।
গোলাপির ব্যবহার দেখা যাচ্ছে জ্যাকেটে
শীতের আমেজের সঙের সঙ্গে আছে উজ্জ্বল রঙের ব্যবহার
রেগুলার হেমলাইন, অ্যাসিমেট্রিক কাট দেখা যাচ্ছে পোশাকগুলোতে। থ্রিকোয়াটার,বেল স্লিভ,স্লিভলেসও রয়েছে এই সংগ্রহে। আর গলার ডিজাইনের ক্ষেত্রে বোট,রাউন্ড, ভি নেক বেছে নিয়েছে ব্র্যান্ডটি। ওয়্যারহাউসের তাসনিম ফেরদৌস বলেন, আমরা শীতে আরামের সঙ্গে ক্রেতাদের ফ্যাশনও নিশ্চিত করতে চেয়েছি।
ছবি: ওয়্যারহাউজ