বছর জুড়ে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার সাজপোশাক নিয়ে বেশ আলোচনা হয়েছে এবার। বিশেষ করে মার্চ মাসে কান চলচ্চিত্র উৎসবে একের পর একে নজরকাড়া আউটফিট দিয়ে নিজের ফ্যাশন স্টেটমেন্টের জানান দিয়েছেন এই লাস্যময়ী অভিনেত্রী। বইমেলায় নিজের বই নিয়ে হাজির হয়েছেন চোখ জুড়ানো সব শাড়ির লুকে। এমনিতেও তাঁকে শাড়ির সাজে দেখা গিয়েছে অনেকবার। আর রঙের ক্ষেত্রে লালের প্রতি একটু বেশি পক্ষপাতিত্ব দেখিয়েছেন ভাবনা এ বছর। চলুন তবে তাঁর বছর জুড়ে নজরকাড়া সব লুক দেখে আসি।
জয়িতা তৃষার ক্যামেরায় মায়াময় ন্যাচারাল লুকে ভাবনা
এমন সব চোখ জুড়ানো শাড়ির সাজে দেখা গিয়েছে তাঁকে বছর জুড়ে
অফ দ্য শোল্ডার কালো গাউনে ভাবনা
কানের এই লুকটি বেশ আলোচিত হয়েছে । ভাবনা পরেছেন তানাশ অফিসিয়ালের কাকের থিমের গাউন
ভাবনার এই চোখধাঁধানো বেনারসি গাউনটি সুপরিচিত ডিজাইনার সাফিয়া সাথীর ডিজাইন করা
মায়ের শাড়িতে আলো ছড়িয়েছেন ভাবনা কানে
কারুতন্ত্রের জামদানির সঙ্গে লেবেল ইমাম হাসানের রিকশা পেইন্টের ব্লাউজ আর সিক্স ইয়ার্ডস স্টোরির গয়নায় মোহনীয় সাজে ভাবনা কান মাতিয়েছেন
বোন অনন্যা অদিতির ডিজাইনে এই গাউনে প্রিয় অভিনেত্রীদের প্রতি ট্রিবিউট দিয়ে নজর কেড়েছেন তিনি
ওয়াইন রঙের ফিউশন শাড়িতে আকর্ষণ ছড়াচ্ছেন ভাবনা
এমন রেড হট লুকে তিনি সত্যিই অতুলনীয়
সাদা শাড়িতেও সমান সুন্দর ভাবনা
নিজের বই নিয়ে এ বছর বইমেলায় এমন চোখজুড়ানো শাড়ির সাজে দেখা গিয়েছে তাঁকে
লাল মিনিড্রেসে ভাবনা
কাউল নেক এই ড্রেসটিও লাল
মুক্তা অফিসিয়ালের এই রাফল স্লিভসের গাউনটি ভাবনার বর্ষসেরা রেড হট লুক হতে পারে
ছবি: আশনা হাবিব ভাবনার ইন্সটাগ্রাম